সংবাদদাতা, বালুরঘাট : রাজ্যকে না জানিয়ে নিজের পছন্দমতো উপাচার্য নিয়োগ করছেন রাজ্যপাল। যার ফলেই একাধিক বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন গতি থমকে গিয়েছে। বৃহস্পতিবার বালুরঘাটের প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে নির্বাচনি এভাবেই রাজ্যপাল তথা আচার্যের কাজে ক্ষোভ উগরে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।
আরও পড়ুন-সদর দফতরে বসেই স্বীকার করলেন বিজেপি প্রার্থী রেখা, রাজ্যই দিয়েছে একাধিক প্রকল্পের সুবিধা
তিনি বলেন, রাজ্যপাল এই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য, তিনি রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা না করে রাজ্য সরকারকে কার্যত বাইপাস করে নিজের পছন্দমতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বসাতে শুরু করলেন। অপরদিকে, সানোয়ার মোল্লা জানিয়েছেন, অধ্যাপক ও শিক্ষক সংগঠনগুলিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র-র সমর্থনে মাঠে নেমে কাজ করার নির্দেশ দিয়েছেন ব্রাত্য বসু। পাশাপাশি বালুরঘাটে বিজেপিকে যে ১ ইঞ্চি জমি ছেড়ে দেওয়া হবে না সে বিষয়টিও এদিন স্পষ্ট করেন তিনি। এদিনের এই বৈঠকে ছিলেন তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা-র রাজ্যের সহ সম্পাদক অধ্যাপক সানোয়ার মোল্লা।