সদর দফতরে বসেই স্বীকার করলেন বিজেপি প্রার্থী রেখা, রাজ্যই দিয়েছে একাধিক প্রকল্পের সুবিধা

ফের সত্যি প্রমাণিত হল তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ। খোদ বসিরহাটের বিজেপি প্রার্থীর মুখ থেকেই বেরিয়ে এল সত্যিটা।

Must read

প্রতিবেদন : রাজ্য সরকারের সমস্ত জনমূখী প্রকল্পের সুবিধা নিয়ে বিজেপির প্রার্থী (candidate) হয়ে তৃণমূলকে দুষছেন সন্দেশখালির রেখা পাত্র। ফের সত্যি প্রমাণিত হল তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ। খোদ বসিরহাটের বিজেপি প্রার্থীর মুখ থেকেই বেরিয়ে এল সত্যিটা। রাজ্য বিজেপির সদর দফতরে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী মুখ ফস্কে স্বীকার করে নিলেন, তৃণমূল সরকার অনেক প্রকল্প করেছে।

আরও পড়ুন-বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ভারত-সেরা যাদবপুর

সন্দেশখালির মানুষ নিয়মিত রাজ্য সরকারের সেইসব প্রকল্পের সুবিধাও পাচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো রাজ্য সরকারের যাবতীয় জনমুখী প্রকল্পের সুবিধা নিয়ে এখন বিজেপি প্রার্থী হয়ে নির্লজ্জের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন রেখা। সন্দেশখালি-কাণ্ডে রাজনৈতিক ফায়দা তুলে লাভের গুড় খাওয়ার জন্য সন্দেশখালির সাধারণ খেটে-খাওয়া মানুষকে দিনের পর দিন বোকা বানিয়েছেন তিনি। আসলে মানুষের হয়ে আন্দোলনের নামে বিজেপির টিকিট বাগানোই ছিল তাঁর মূল এজেন্ডা। আর এখন সেই রেখা নিজেই স্বীকার করছেন, সন্দেশখালির মানুষও রাজ্য সরকারের গুচ্ছ গুচ্ছ প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তার কথাতেই পরিস্কার রাজনৈতিক ময়দানে দুই নৌকায় পা দিয়ে চলতে চাইছেন তিনি।

Latest article