বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ভারত-সেরা যাদবপুর

ভারত থেকে ৬৯টি শিক্ষা প্রতিষ্ঠান ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং’-এ অংশগ্রহণ করেছিল। ৪২৪টি বিশ্ববিদ্যালয় সেখানে এন্ট্রি নিয়েছিল

Must read

প্রতিবেদন : ভারত থেকে ৬৯টি শিক্ষা প্রতিষ্ঠান ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং’-এ অংশগ্রহণ করেছিল। ৪২৪টি বিশ্ববিদ্যালয় সেখানে এন্ট্রি নিয়েছিল। এদের মধ্যেই বিষয়ভিত্তিক বিশ্ব র‍্যাঙ্কিংয়ে একটি ক্ষেত্রে ভারত-সেরা হল যাদবপুর বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন-পুরিতে উদ্ধার নাবালক বিজেপির অপহরণের অভিযোগের পর্দাফাঁস

বিশ্বব্যাপী কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং অনুযায়ী, ফিলোজফি বিভাগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুগ্মভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারত সেরার মুকুট ছিনিয়ে নিয়েছে। কৃষি এবং বনায়ন বিভাগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুগ্মভাবে ভারত-সেরা হয়েছে আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) খড়্গপুরও। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ইংরেজি সাহিত্য, ভাষাতত্ত্ব, অ্যানথ্রোপলজি ও ইতিহাসে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে সেরা হয়েছে ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং’ সমীক্ষা অনুযায়ী ৭২ শতাংশ ক্ষেত্রে ভারতের বিশ্ববিদ্যালয়গুলির উন্নতি হয়েছে।

Latest article