নয়াদিল্লি : অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ও অঙ্গনওয়াড়ি প্রকল্প চালানোর জন্য অনুদান বাড়ানোর কোনও পরিকল্পনা এই মুহূর্তে নেই কেন্দ্রীয় সরকারের। রাজ্যসভার তৃণমূল (Trinamool Congress) সাংসদ জহর সরকারের লিখিত প্রশ্নে অনুদান নিয়ে নীরব বিজেপি সরকার৷ সাংসদ জানতে চেয়েছিলেন, রাজ্যভিত্তিক অঙ্গনওয়াড়ির সংখ্যা কত এবং তার মধ্যে কোন রাজ্যে কতগুলি অঙ্গনওয়াড়ির সরকারি বাসভবন আছে ? তৃণমূল (Trinamool Congress) সাংসদ জহর সরকার আরও জানতে চেয়েছিলেন, রাজ্যভিত্তিক অঙ্গনওয়াড়ি কর্মী ও তাদের সাহায্যকারীর সংখ্যা কত এবং তাদের বেতনই বা কত ? অঙ্গনওয়াড়ি কর্মীদের অনুদান বাড়ানোর পরিকল্পনা আছে কি না। সাংসদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি বেশ কিছু তথ্য দিয়ে অঙ্গনওয়াড়ি সংখ্যা ও কর্মিসংখ্যা জানালেও তাঁদের মান উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রের পরিকল্পনা জানাননি।