প্রতিবেদন : ফের দেশের সেরার শিরোপা বাংলার মাথায়। এবার সামগ্রিকভাবে বিদ্যুৎ উৎপাদনে দেশের সেরা তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির তালিকার শীর্ষে স্থান পেয়েছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। শুধু তাই নয়, দেশের সেরা তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির তালিকায় প্রথম পাঁচটি স্থানই দখল করেছে বাংলার পাঁচটি তাপবিদ্যুৎ কেন্দ্র। যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আস্তে আস্তে রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি যেভাবে নিজেদের উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছে তাতে রাজ্য এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদনে রাজ্য যে স্বয়ংসম্পূর্ণ, এই তালিকা তাই প্রমাণ করছে বলে দাবি আধিকারিকদের।
দেশের অন্যান্য তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকে টপকে বিদ্যুৎ উৎপাদনের নিরিখে বক্রেশ্বর শীর্ষে উঠে এসেছে। যার ২০২২-’২৩ আর্থিকবর্ষে পিএলএফ(মোট উৎপাদন ক্ষমতার মধ্যে গড়ে কতটা ব্যবহার হচ্ছে) প্রায় ৯৩ শতাংশ। এরপর দ্বিতীয় স্থানে আছে সাঁওতালডি ও পঞ্চম স্থানে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র সবাইকে টপকে প্রথম স্থানে উঠে আসায় খুশির হাওয়া আধিকারিক ও কর্মী মহলে। রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমকে ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, কেন্দ্রের এই স্বীকৃতির ফলে ডব্লুবিপিডিসিএল বিদ্যুৎ উৎপাদনে (Power generation) দেশের মধ্যে একটি উল্লেখযোগ্য স্থানে পৌঁছল। গতবছর সর্বভারতীয় ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তৃতীয় স্থানে ছিল। প্রথম স্থান পেয়েছিল পুরুলিয়ার সাঁওতালডি বিদ্যুৎকেন্দ্র। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র ২০০০ সাল থেকে উৎপাদন শুরু করে। সেখানে সব ইউনিট মিলিয়ে বার্ষিক উৎপাদন ক্ষমতা হাজার মেগাওয়াটেরও বেশি।
আরও পড়ুন- জনসংযোগ বাড়াতে নির্দেশ দিলেন নেত্রী
কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রকের অধীনে থাকা ‘কেন্দ্রীয় ইলেকট্রিসিটি অথরিটি’ দেশের বিদ্যুৎকেন্দ্রগুলির ‘র্যা ঙ্কিং’ করে বলে জানা যায়। মূলত কোন তাপবিদ্যুৎ কেন্দ্র বছরে সবথেকে বেশি বিদ্যুৎ উৎপাদন (Power generation) করেছে সেই হিসাবেই র্যা ঙ্কিং হয়ে থাকে। দেশের প্রতিটি বিদ্যুৎকেন্দ্রের র্যাঙ্কিং প্রতিবছর প্রকাশিত হয়। এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করেছে তাতে দেশের শীর্ষস্থান পাওয়া শুধু সময়ের অপেক্ষা বলে আধিকারিকরা মনে করছেন। এই কেন্দ্রটির পিএলএফ ৯৩ শতাংশ। এরপর সাঁওতালডি ৯২ শতাংশ।