জনসংযোগ বাড়াতে নির্দেশ দিলেন নেত্রী

Must read

মণীশ কীর্তনিয়া: পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নিবিড় জনসংযোগ ও রাজনৈতিক কর্মসূচির মধ্যে দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার সংগঠনকে আরও সংঘবদ্ধ করার নির্দেশ দিলেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার তিনদিনের পূর্ব মেদিনীপুর সফর শেষে দিঘা থেকে কলকাতা ফেরেন তিনি। এদিন দুপুর ২টোয় দিঘা হেলিপ্যাড থেকে কপ্টারে রওনা হন। তার আগে মাঠে উপস্থিত মন্ত্রী অখিল গিরি এবং উত্তর কাঁথির তৃণমূল কংগ্রেসের নেতা তরুণ জানা-সহ কয়েকজনের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন নেত্রী (Mamata Banerjee)। সেখানেই তিনি নির্দেশ দেন, দুয়ারে সরকার ক্যাম্প শেষ হলে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা যেন বুথ ধরে ধরে নিবিড় জনসংযোগ কর্মসূচি নেন। কেন্দ্রের বঞ্চনা ও প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে সরব হয়ে কর্মসূচি নেওয়ার কথা বলেন। সেইসঙ্গে নেত্রীর নির্দেশ, পঞ্চায়েত ভোটটা ভাল করে করতে হবে। পাখির চোখ ২০২৪-এর লোকসভা নির্বাচন হলেও আগামী পঞ্চায়েত নির্বাচনও যে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বারবার বুঝিয়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। যে কারণে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) রাজ্যে লাগাতার কর্মসূচি নিয়ে চলছেন।

আরও পড়ুন- সংসদে তৃণমূলের তোপের মুখে বেসামাল গিরিরাজ

আগামী ৮ এপ্রিল আবারও আলিপুরদুয়ারে জনসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভার প্রস্তুতি তুঙ্গে। বৃহস্পতিবার সভাস্থল ঘুরে দেখেন জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক। এই সভাকে কেন্দ্র করে জেলায় দলের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও তুঙ্গে। বিশেষত, চা-বাগান শ্রমিকদের মধ্যে। এর আগে চা-শ্রমিকদের সম্মেলনে এসে তাঁদের সমস্যার কথা শুনে তা সমাধানের ব্যবস্থা করেন। ফলে চা-শ্রমিকরা যথেষ্ট উৎসাহিত। এই সভায় অভিষেক কী বলেন তা শুনতে মুখিয়ে সকলে। গোটা রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনের ৭২ হাজার বুথের জন্য যোগ্য প্রার্থীদের বাছাই পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যদিও চূড়ান্ত অনুমোদন দেবে শীর্ষ নেতৃত্ব।

Latest article