কাজ শুরু, গ্রিন সিটির লক্ষ্যে কোচবিহার

Must read

সংবাদদাতা, কোচবিহার : গ্রিন সিটি (Green City) হবে কোচবিহার (Coochbihar)। চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেওয়ার পর বৈঠকে এমনটাই জানালেন রবীন্দ্রনাথ ঘোষ। বুধবার কোচবিহার পুরসভার কনফারেন্স রুমে নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে প্রথম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ শপথবাক্য পাঠ করেন। পরিস্রুত জল সরবরাহ, শহর পরিচ্ছন্ন রাখা, ডেঙ্গু রোধে উদ্যোগ, ড্রেন পরিষ্কার, অস্থায়ী কর্মীদের বকেয়া মজুরি প্রদান, নিয়মিত মজুরি ও পেনশন প্রদানসহ এক গুচ্ছ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। আগামী দিনে কোচবিহার (Coochbihar) শহরকে হেরিটেজ শহর হিসেবে গড়ে তুলতে এবং গ্রিন সিটি (Green City) তৈরি করতে উদ্যোগ নেওয়ার পাশাপাশি পুরসভার আয় বৃদ্ধির উপরও জোর দেওয়া হয়েছে বৈঠকে। এই বৈঠক শেষে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “কাউন্সিলদের সঙ্গে প্রথম বৈঠক হল। শহরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। শহরকে পরিচ্ছন্ন করে তোলাই হবে প্রধান লক্ষ্য। কোচবিহার দ্রুত গ্রিন সিটি হিসাবে গড়ে উঠবে।’’

আরও পড়ুন: অজানা জন্তুর পায়ের ছাপ, বাঘের আতঙ্ক

Latest article