খেলা

বিরাট-নির্ভর দল ভারত: গ্রেগ

সিডনি: আসন্ন বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার জয়ের ভাল সুযোগ রয়েছে বলে মনে করছেন গ্রেগ চ্যাপেল (Greg Chappell- Virat Kohli)। প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক আরও মনে করেন, ঋষভ পন্থ এবং জসপ্রীত বুমরার (Jaspreet Bumrah) অনুপস্থিতিতে ভারতীয় দল পুরোপুরি বিরাট কোহলি নির্ভর।

এক যুগেরও বেশি সময় ধরে দেশের মাটিতে কোনও টেস্ট সিরিজ হারেনি ভারত। বরং ১৫টি সিরিজ জয়ের অবিশ্বাস্য রেকর্ড নিয়ে প্যাট কামিন্সদের মুখোমুখি হবেন রোহিত শর্মারা। ‘সিডনি মর্নিং হেরাল্ড’ পত্রিকায় নিজের কলামে গ্রেগ (Greg Chappell- Virat Kohli) লিখেছেন, ‘‘অস্ট্রেলিয়া এবার সিরিজ জিততেই পারে। কারণ ভারত চোট-আঘাতে জর্জরিত। ঋষভ পন্থ, জসপ্রীত বুমরার মতো গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারকে পাচ্ছে না ভারত। রবীন্দ্র জাদেজাও সদ্য চোট সারিয়ে মাঠে নেমেছে। ফলে এই সিরিজে ভারতীয় দল অতিরিক্ত বিরাট কোহলির উপরে নির্ভরশীল থাকবে।’’

আরও পড়ুন-পিএফ না মিললে আরও বড় আন্দোলনের হুমকি

গ্রেগ আরও লিখেছেন, ‘‘ভারতের মাটিতে সফরকারী দলগুলোর বড় সমস্যা এখানকার পিচ এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া। হামেশাই দেখা যায়, একটা টেস্ট ম্যাচ ড্র হতে হতে নাটকীয় মোড় নিচ্ছে। ভারতীয়রা এর সঙ্গে অভ্যস্ত। তাই অস্ট্রেলিয়াকেও দ্রুত এর সঙ্গে মানিয়ে নিতে হবে। সেটা ব্যাট-বল হাতে হোক কিংবা মানসিকভাবে।’’

একই সঙ্গে গ্রেগের টিপস, দুই স্পিনার নিয়ে খেলুক অস্ট্রেলিয়া। তিনি লিখেছেন, ‘‘যদি উইকেট স্পিন সহায়ক হয়, সেটা হওয়ার সম্ভাবনাই প্রবল। তাহলে অফস্পিনার লাথান লিয়নের সঙ্গে বাঁ হাতি স্পিনার অ্যাশটন অগারকেও প্রথম দলে রাখা উচিত। কারণ ভারতের পিচে ফিঙ্গার স্পিনাররা বরাবরাই সফল।’’
তবে এই সিরিজ অস্ট্রেলীয় ব্যাটারদের কাছে পরীক্ষার মঞ্চ বলে মনে করছেন গ্রেগ। তিনি লিখেছেন, ‘‘ডেভিড ওয়ার্নার ফর্মে নেই। উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, ট্র্যাভিস হেডদের পাকিস্তান ও শ্রীলঙ্কা সফরের তুলনায় আরও ভাল মানের স্পিনারদের বিরুদ্ধে খেলতে হবে। এটা ওদের কঠিন পরীক্ষা।’’

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

7 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

32 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago