পিএফ না মিললে আরও বড় আন্দোলনের হুমকি

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : চা-শ্রমিকদের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে বিজেপি সাংসদের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ আইএনটিটিইউসির (INTTUC)। কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন চা-শ্রমিকদের বিভিন্নভাবে বঞ্চনা করে চলেছে। এর বিরুদ্ধে পদযাত্রা ও সভা করে প্রতিবাদ জানিয়েছে আইএনটিটিইউসি। তাতেও কাজ হচ্ছে না। তাই শনিবার ফের দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার (Raju Bista) বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদ জানানো হল। ছিলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ, জেলা আইএনটিটিউসি (INTTUC) সভাপতি নির্জল দে, সহ-সভাপতি সাধন রায় প্রমুখ। ঋতব্রত বলেন, আলিপুরদুয়ারের সঙ্কোশ থেকে পদযাত্রা করে জলপাইগুড়ি পিএফ অফিসের সামনে ঘেরাও করে ডেপুটেশন দেওয়া হলে তখন ওরা বলেছিল, ১৫ দিনের মধ্যে চা-শ্রমিকদের পিএফ সমস্যার সমাধান করবে। কিন্তু আজ অবধি সমাধান হয়নি। শ্রমিকদের হাজার হাজার কোটি টাকা পড়ে পিএফ অফিসে কিন্তু তারা কিছুই পাচ্ছে না। অথচ বিজেপির নেতা-মন্ত্রীরা শুধু ভাষণ দিয়ে যাচ্ছেন, শ্রমিকদের এই জ্বলন্ত সমস্যার সমাধান করছেন না। ঋতব্রত কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা ও দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তার নাম করে বলেন আমি পার্লামেন্টের রেকর্ড ঘাঁটছিলাম একবারের জন্যও ওঁরা চা-শ্রমিকদের পিএফ সমস্যার কথা উল্লেখ করেননি। সেই কারণেই ওঁদের বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভে বসতে হয়েছে। এরপরে আরও আন্দোলন হবে, বিক্ষোভ হবে। কেন্দ্রীয় মন্ত্রী ও বিধায়ক হয়ে বিজেপি নেতারা বড় বড় ভাষণ দেবেন, আর কাজ করবেন না তা চলবে না।

আরও পড়ুন-“মনোনয়ন দিতে না পারলে এক ডাকে অভিষেকে ফোন করুন”, কটাক্ষ বিরোধীদের

Latest article