প্রতিবেদন : জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মর্মান্তিক হত্যাকাণ্ডে শোকস্তব্ধ আন্তর্জাতিক মহল। একাধিক রাষ্ট্রনেতা শোক প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রয়াত আবের সম্পর্ক ছিল যথেষ্ট ঘনিষ্ঠ। মর্মান্তিক ঘটনার পর মোদির ট্যুইট, প্রিয় বন্ধুকে হারিয়ে আমি মর্মাহত। দুঃখ প্রকাশের কোনও ভাষা নেই। অসামান্য নেতা ও দক্ষ প্রশাসক ছিলেন শিনজো। জাপানের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন বিশ্বের অন্যতম অগ্রগণ্য এই রাজনীতিবিদ। শিনজোর প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার দেশজুড়ে শোক দিবস পালনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে শিনজোর পরিবার ও জাপানের মানুষের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন-প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে একাধিক নাম
শিনজোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন দেশের একাধিক রাষ্ট্রনেতা। আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, অত্যন্ত হৃদয়বিদারক এক খবর। শিনজো এক মহৎ মনের মানুষ ছিলেন। তাঁর দূরদৃষ্টি ছিল অত্যন্ত প্রখর। তাঁর প্রয়াণে জাপানে একটি যুগের অবসান হল। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, জাপান এক মহান প্রধানমন্ত্রীকে হারাল। শিনজো তাঁর গোটা জীবনটাই দেশের জন্য উৎসর্গ করেছেন। গোটা বিশ্বকে একসুতোয় বাঁধতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন শিনজো। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, শিনজোর মৃত্যু অত্যন্ত মর্মান্তিক এক খবর। বিশ্বের উন্নয়নে শিনজোর ভূমিকা সকলেই মনে রাখবে। আমি প্রয়াত প্রধানমন্ত্রীর পরিবার, তাঁর আত্মীয়-স্বজন ও জাপানের মানুষের প্রতি সমবেদনা জানাই।
আরও পড়ুন-দেউচায় তিনশো পুলিশে চাকরি
অন্যদিকে জাপানে চিনা দূতাবাসের মুখপাত্র বলেছেন, চিন-জাপান সম্পর্কের উন্নয়নে এক অনন্য ভূমিকা নিয়েছিলেন শিনজো। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। জার্মান চ্যান্সেলর অ্যাডলফ সোলেৎজ বলেছেন, শিনজোর মৃত্যুর খবর পেয়ে আমি হতবাক হয়ে গিয়েছি। ভাবতেই পারছি না শিনজোকে এভাবে গুলিতে প্রাণ হারাতে হবে। আমরা জাপানের পাশেই আছি। শিনজোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি, তাইওয়ানের প্রেসিডেন্ট। ইউরোপ, এশিয়া, আমেরিকা ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের পক্ষ থেকেও শিনজোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও। যেভাবে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে শিনজো আততায়ীর গুলিতে নিহত হয়েছেন তা শুনে সকলেই বিস্ময় প্রকাশ করেছে।