জমিজট কাটল, সেতুর কাজ নভেম্বরে, বাদুড়িয়া-লক্ষ্মীনাথপুর সেতু

অবশেষে নারায়ণের বিশেষ উদ্যোগে এদিন সেই সমস্যারও সমাধান হয়ে গেল। নভেম্বর থেকেই জোরকদমে শুরু হয়ে যাবে সেতু শেষ করার কাজ

Must read

সংবাদদাতা, বাদুড়িয়া : মুখ্যমন্ত্রীর নির্দেশে অবশেষে ইছামতী নদীর উপরে বাদুড়িয়া-লক্ষ্মীনাথপুর সেতুর সংযোগকারী রাস্তার জমিজট মিটল। নভেম্বর মাস থেকেই কাজ শুরু হবে বলে জানালেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ তথা বিধায়ক নারায়ণ গোস্বামী। জমিজট মেটায় ১.৯ কিলোমিটার নতুন রাস্তা তৈরি হলে কয়েক লক্ষ মানুষের সমস্যা মিটবে। স্বাভাবিক কারণেই উচ্ছ্বসিত এলাকার মানুষ। বুধবার জমিজট সমস্যা নিয়ে নারায়ণ গোস্বামী, জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, বিধায়ক কাজি আবদুল রহিম ওরফে দিলু-সহ স্থানীয় প্রশাসন ও জমিমালিকদের সঙ্গে এক বৈঠক হয়।

আরও পড়ুন-যোগী রাজ্যের ঠিকাদারের বালিপাচারে বিপন্ন রানিগঞ্জ

সেই বৈঠকেই উন্নয়ন ও মানুষের সার্বিক স্বার্থ, সর্বোপরি মুখ্যমন্ত্রীর উদ্যোগে অনিচ্ছুক জমিমালিকেরা জমি দিতে রাজি হন। ২০১৩ সালে ১৯ কোটি টাকা বাজেট নিয়ে ইছামতী নদীর উপরে বাদুড়িয়া-লক্ষ্মীনাথপুর সেতুর কাজ শুরু হয়। ২০১৭-য় কাজ শেষ হয়। সেতু থেকে বাদুড়িয়া বাজারের লরি স্টান্ড পর্যন্ত প্রায় ১.৯ কিলোমিটার সংযোগকারী নতুন রাস্তা তৈরির সময় জমিজটে সমস্যা দেখা দেয়। প্রায় ১৫ একর জমিজটের কারণে বন্ধ হয় কাজ। গত বছর মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে এসে বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি নারায়ণ ও জেলাশাসককে দায়িত্ব দেন সমাধানের। সেইমতো ১০.৫ একর সমস্যা মেটালেও ৪.৫ একর সমস্যা থেকেই যায়। অবশেষে নারায়ণের বিশেষ উদ্যোগে এদিন সেই সমস্যারও সমাধান হয়ে গেল। নভেম্বর থেকেই জোরকদমে শুরু হয়ে যাবে সেতু শেষ করার কাজ।

Latest article