প্রতিবেদন : অনলাইন গেমের নামে চলে জুয়াখেলা। তাই দীর্ঘদিন ধরে অনলাইন গেমকে নিয়ন্ত্রণে রাখার কথা ভাবা হচ্ছে। সেই লক্ষ্যপূরণে অনলাইন গেমের উপর জিএসটি হার আরও বাড়াতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, অনলাইন গেমের উপর জিএসটি বাড়ানোর বিষয়ে বাংলা-সহ প্রায় সব রাজ্যই একমত। বর্তমানে বিভিন্ন অনলাইন গেমের উপর ১৮ শতাংশ হারে জিএসটি আদায় করা হয়। এবার জিএসটির হার আরও ১০ শতাংশ বাড়িয়ে ২৮ শতাংশ করা হতে পারে বলে খবর।
আরও পড়ুন-রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, ঘোষণা হতেই বাজারে বড় ধস
অনলাইন গেমের উপর জিএসটি বৃদ্ধির বিষয়ে সোমবার মন্ত্রীদের উপদেষ্টা কমিটির একটি বৈঠক হয়েছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার নেতৃত্বাধীন এই কমিটিতে আরও আট রাজ্যের মন্ত্রী আছেন। তাঁরা সকলেই অনলাইনে গেমের উপর জিএসটির হার বাড়িয়ে ২৮ শতাংশ করা উচিত বলে মত দেন। ওই বৈঠকের পর কনরাড বলেছেন, সমাজের কথা, রাজ্য ও কেন্দ্রীয় সরকার এবং শিল্প-বাণিজ্য পরিস্থিতির কথা সবকিছু মাথায় রেখেই অনলাইন গেমের উপর জিএসটির হার বাড়ানোর সিদ্ধান্ত। তবে এখনই কর বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। দশদিনের মধ্যে মন্ত্রিগোষ্ঠী জিএসটি কাউন্সিলকে এই বিষয়ে রিপোর্ট জমা দেবে। তারপর জিএসটি কাউন্সিলই চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করবে। অনলাইন গেম সম্পর্কে মন্ত্রিগোষ্ঠীর আহ্বায়ক কনরাড বলেছেন, প্রতিবছর এই অনলাইন গেমে ৩০ হাজার কোটি টাকার ব্যবসা হয়। প্রতি বছর ২০ থেকে ৩০ শতাংশ হারে ব্যবসা বাড়ছে। এ থেকেই বোঝা যায় অনলাইন গেমে আসক্তি কীভাবে বাড়ছে।