শনিবার রাতে হঠাৎই লাভা উদগীরণ শুরু করেছে গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরি। ক্রমাগত লাভা এবং ছাই নিঃসরণের ফলে রবিবার রাতে দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর এবং একটি গুরুত্বপূর্ণ হাইওয়ে বন্ধ করে দিতে বাধ্য হয় প্রশাসন। গুয়াতেমালার রাজধানীর দক্ষিণে ৬ কিলোমিটার পর্যন্ত এলাকা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন-টুকেই পাশ করেছিলাম, জানালেন বিজেপি মন্ত্রী
গলিত পাথর এবং ছাইয়ে ঢেকে যায় আগ্নেয়গিরিটির উপর দু’কিলোমিটার উচ্চতা পর্যন্ত আকাশ। বাতাসে ভেসে সেই ছাই ছড়িয়ে পড়ে ৩৫ কিলোমিটার দূরে গুয়াতেমালা শহরে। স্প্যানিশ ভাষায় ফুয়েগো কথার অর্থ হল আগুন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এদিন সংলগ্ন এলাকার মানুষকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালে শেষবার এই ফুয়েগাে আগ্নেয়গিরি থেকে ভয়ঙ্কর রকম লাভা উদগীরণ হয়েছিল। ঘটনায় মৃত্যু হয়েছিল ২১৫ জনের। নিখোঁজ ছিলেন বহু মানুষ৷