টুকেই পাশ করেছিলাম, জানালেন বিজেপি মন্ত্রী

এরপরেই মন্ত্রী স্পষ্ট বলেন, তিনি টুকেই পাশ করেছিলেন। শুধু পাশ করা নয়, তিনি পরীক্ষার হলে টোকাটুকিতে পিএইচডি করেছেন

Must read

প্রতিবেদন : কর্নাটকের আদিবাসী উন্নয়ন মন্ত্রী বি শ্রীরামুলু। রাজ্যের বেলারি জেলায় একটি কলেজের হীরকজয়ন্তী উদযাপনে প্রধান অতিথি হিসাবে যোগ দিতে গিয়েছিলেন মন্ত্রী। সেই অনুষ্ঠানে মন্ত্রী শ্রীরামুলু গর্বের সঙ্গে বললেন, টুকলি করেই তিনি দশম শ্রেণির পরীক্ষায় পাশ করেছেন। টোকাটুকিতে তাঁর পিএইচডি করা আছে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মন্ত্রীর সেই ভিডিও। মন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে মন্ত্রীর এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন নেটিজেনরা।

আরও পড়ুন-চিনা হামলায় জখম সেনা

অনেকেই বলেছেন, মন্ত্রীর এই মন্তব্য থেকেই বোঝা যায় বিজেপি দলে এখন কারা মন্ত্রিত্ব করছেন। কলেজের হীরকজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে মন্ত্রী বি শ্রীরামুলু নিজের ছাত্রজীবনের কথা বলতে গিয়ে পরীক্ষায় টোকাটুকি করার কথা স্বীকার করে নেন। কোনওরকম রাখঢাক না করেই মন্ত্রী জানান, দশম শ্রেণিতে তিনি টুকেই পাশ করেছিলেন। পড়ুয়াদের উদ্দেশে মন্ত্রী বলেন, স্কুলে তিনি বরাবরই শেষ বেঞ্চে বসতেন। লেখাপড়াতেও মন ছিল না। কোচিং ক্লাসে রোজ তাঁকে অপমান করা হত। সকলেই তাঁকে বলত যে, তাঁর দ্বারা কিছুই হবে না। কোনও কিছুতেই তিনি ভাল ছিলেন না। তাঁর দশম শ্রেণি পাশ করার কথায় শিক্ষকরাও চমকে গিয়েছিলেন। এরপরেই মন্ত্রী স্পষ্ট বলেন, তিনি টুকেই পাশ করেছিলেন। শুধু পাশ করা নয়, তিনি পরীক্ষার হলে টোকাটুকিতে পিএইচডি করেছেন।

Latest article