চিনা হামলায় জখম সেনা

জানা গিয়েছে, লাল ফৌজের প্রায় ৩০০ সদস্য ভারতীয় জওয়ানদের বিরুদ্ধে আগ্রাসন চালানোর চেষ্টা করেছিল। কিন্তু তৈরি ছিল ভারতীয় জওয়ানারা

Must read

প্রতিবেদন : ফিরল গালওয়ানের স্মৃতি। এবার অরুণাচল প্রদেশে উত্তপ্ত হল ভারত-চিন সীমান্ত। সংবাদসংস্থা এএনআইয়ের খবর, ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং এলাকায় সংঘর্ষে জড়ায় দুই দেশের সেনা। এই সংঘর্ষের জেরে ৩০ জনের বেশি সেনা জখম হয়েছেন। তাওয়াংয়ে এই সংঘর্ষের জেরে ছয় সেনাকে চিকিৎসার জন্য গুয়াহাটিতে আনা হয়েছে।

আরও পড়ুন-কেন্দ্রকে ভর্ৎসনা কোর্টের

তবে এই সংঘর্ষে ভারতীয় সেনার থেকে লালফৌজের আহতের সংখ্যা বেশি। সেনার দাবি, তাওয়াংয়ে ভারতীয় জওয়ানরা চিনা সেনাদের উপযুক্ত জবাব দিয়েছে। জানা গিয়েছে, লাল ফৌজের প্রায় ৩০০ সদস্য ভারতীয় জওয়ানদের বিরুদ্ধে আগ্রাসন চালানোর চেষ্টা করেছিল। কিন্তু তৈরি ছিল ভারতীয় জওয়ানারা।

Latest article