বারুইপুরের পেয়ারা পেতে চলেছে জিআই ট্যাগ

বারুইপুরের পেয়ারা বিখ্যাত। দুর্দান্ত স্বাদের কারণে গোটা দেশেই তার সুনাম। সেই পেয়ারার জিআই ট্যাগের জন্য ইতিমধ্যে আবেদন করেছে রাজ্য

Must read

সৌমেন মল্লিক, বারুইপুর: বারুইপুরের পেয়ারা বিখ্যাত। দুর্দান্ত স্বাদের কারণে গোটা দেশেই তার সুনাম। সেই পেয়ারার জিআই ট্যাগের জন্য ইতিমধ্যে আবেদন করেছে রাজ্য। তবে এখনও তা না মেলায় মঙ্গলবার এ বিষয়ে প্রশ্ন ওঠে বিধানসভায়। এই তকমা বা ছাপ যাতে দ্রুত পাওয়া যায়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে নির্দেশ দিয়েছেন স্বয়ং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-পৌষমেলার দাবিতে উত্তাল বিশ্বভারতী

মঙ্গলবার, এই বিষয়ে প্রশ্ন করেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার। তাঁর প্রশ্ন, বারুইপুরের পেয়ারা, লিচু, জামরুল ইত্যাদি ফল ও পরিবেশবান্ধব সবুজ আতশবাজির জিআই ট্যাগ পাওয়ার বিষয়টি কতদূর এগিয়েছে? উত্তরে মন্ত্রী পেয়ারার ক্ষেত্রে আবেদনের নম্বর তুলে ধরেন। তবে বাকিগুলির জন্য তাঁর দফতরে কোনও আবেদন জমা পড়েনি বলে জানিয়েছেন। কিন্তু বিভাস সর্দার মন্ত্রীকে অতিরিক্ত প্রশ্নের মাধ্যমে মনে করিয়ে দেন যে, তিনি নিজে আবেদন জমা করেছেন।

Latest article