সংবাদদাতা, পুরুলিয়া : এবার পর্যটনে শরিক হতে চলেছে পুরুলিয়া জেলা পরিষদ। অযোধ্যা পাহাড়ের মার্বেল লেকের কাছে একটি অতিথি আবাস গড়ে তোলার উদ্যোগ নিল জেলা পরিষদ। সরকারি খাসজমিতে ওই আবাস গড়া হবে। পর্যটকেরা এখানে অপেক্ষাকৃত কম খরচে থাকতে পারবেন। পাবেন আধুনিক পরিষেবা।
আরও পড়ুন-প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা পরিষদের আয় বাড়াতে একাধিক পরিকল্পনা নিয়েছি। যার মধ্যে এই অতিথি আবাস অন্যতম। প্রাথমিকভাবে এক কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। প্রয়োজন মতো আরও টাকা দেওয়া হবে। জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, পাহাড়ে জমি দেখতে গিয়ে মার্বেল লেকের কাছে জমিটি চিহ্নিত করেছি। এই জমিটির পরিমাণ সাড়ে তিন বিঘে। এখানে কোনও গাছও কাটতে হবে না। আবাসটির নামকরণ এখনও হয়নি। তবে সল্টলেকে যেমন পুরুলিয়া ভবন আছে, তেমনই এটির নাম হতে পারে অযোধ্যা ভবন।