প্রতিবেদন : ২১শে জুলাইকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই শহরে এসে উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, বড়বাজারের বিভিন্ন ধর্মশালা, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, দক্ষিণের গীতাঞ্জলি স্টেডিয়াম সহ বিভিন্ন জায়গায় তাঁরা ইতিমধ্যে চলে এসেছেন। এই সব জায়গাগুলিতে দলীয় কর্মীদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে।
আরও পড়ুন-আদালতে এফএসডিএল ও রাজ্য সংস্থা
সকাল, দুপুর, রাতের খাবার ছাড়াও রয়েছে টিফিনের বন্দোবস্ত। কর্মীদের খাওয়া-দাওয়ায় যাতে কোনওরকম অসুবিধা না হয়, দলের শীর্ষ নেতৃত্ব সেদিকে নজর রাখছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার জায়গাগুলি ঘুরে দেখেছেন। কোভিডের জন্য গত দু’বছর ২১শে জুলাই ভার্চুয়ালি করতে হয়েছে। এবারে তাই দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ফলে সেভাবেই প্রস্তুতি রাখা হয়েছে। খাবারের তালিকায় এদিন ছিল ডাল, ভাত, আলু-সয়াবিনের তরকারি, ডিম।