প্রতিবেদন : রোয়িংকে কেন্দ্র করে যাতে আর কোনও দুর্ঘটনা না ঘটে তার জন্য কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম শনিবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, পেট্রোল চালিত স্পিড বোট থাকলে রবীন্দ্রসরোবরে রোয়িং প্রশিক্ষণ শুরু হবে। পুলিশ ও কলকাতা পুরসভা সহ জাতীয় পরিবেশ আদালত থেকেও রোয়িং প্রশিক্ষণে ছাড়পত্র নিয়ে আসতে হবে। পুরমন্ত্রী বলেন, রবীন্দ্রসরোবরে তিনটি ক্লাব রোয়িংয়ের প্রশিক্ষণ দিয়ে থাকে।
আরও পড়ুন-বৃষ্টিতে জল বেড়ে ভাঙল সুখানি সেতু
কলকাতা পুলিশ কমিশনারকে বলা হয়েছে, ওই তিন ক্লাবের জন্য গাইড- লাইন তৈরি করে দিতে। যেখানে পেট্রোল চালিত রেসকিউ স্পিড বোট রাখতে হবে। মেয়র তথা পুরমন্ত্রী জানিয়ে দেন, ক্লাবগুলি কেএমডিএকে স্পিড বোট রাখার কথা জানানোর পরেই বিষয়টি জাতীয় পরিবেশ আদালত ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে জানানো হবে। সেখান থেকে অনুমতি পাওয়া গেলে তবেই ফের সরোবরে রোয়িং প্রশিক্ষণ চালু করা যাবে। বাস্তুতন্ত্র ও পরিবেশের ভারসাম্য রাখতেই সরোবরে জলের নিচের পাতাসাজি-গুল্ম গাছ কাটা হবে না বলেও জানিয়ে দিয়েছেন।