বৃষ্টিতে জল বেড়ে ভাঙল সুখানি সেতু

উত্তরবঙ্গ বৃষ্টিতে নাকাল হচ্ছে। শুক্রবার রাতভর মুষলধারে বৃষ্টিতে সুখানি নদীর জল বেড়ে গিয়ে সেতুর একাংশ ভেঙে গেল।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : উত্তরবঙ্গ বৃষ্টিতে নাকাল হচ্ছে। শুক্রবার রাতভর মুষলধারে বৃষ্টিতে সুখানি নদীর জল বেড়ে গিয়ে সেতুর একাংশ ভেঙে গেল। যার জেরে শনিবার সকাল থেকে মনমোহন ধুরার সঙ্গে নাগরাকাটার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। প্রায় ১৫ হাজার সাধারণ মানুষ নাগরাকাটার সঙ্গে যোগাযোগ-বিচ্ছিন্ন হয়ে পড়লেন। নাগরাকাটার বিডিও অফিস থেকে একদম ঢিলছোঁড়া দূরত্বে অবস্থিত এই সুখানি সেতু।

আরও পড়ুন-মালদহে দুটি ঘাটে হচ্ছে পাকা জেটি

মনমোহন ধুরা এলাকার বাসিন্দাদের হাসপাতাল থেকে শুরু করে থানা, সরকারি অফিস, এমনকী স্কুল-কলেজে যেতে হলে প্রত্যেককেই এই নদী পার করে যেতে হয়। ফলে তাদের কাছে সেতু ভেঙে যাওয়া মানে খুবই সমস্যার। বর্ষাকালে এই নদী যে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, তা সকলেরই জানা। তাই শাসক দলের নেতা থেকে শুরু করে প্রত্যেকেই চাইছেন, এই সেতু এবার পাকাপাকিভাবে বানানো হোক। নয়ত প্রতি বছর বর্ষায় এই একই সমস্যায় পড়তে হবে। জেলা প্রশাসন এ ব্যাপারে ভাবনািচন্তা শুরু করেছে বলে জানা গিয়েছে।

Latest article