প্রতিবেদন : করোনা অতিমারির পর দেশে উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স। ইতিমধ্যে দেশে পাঁচজন আক্রান্তের হদিশ মিলেছে। এই পরিস্থিতিতে এবার মাঙ্কিপক্স নিয়ে গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র। কেন্দ্রের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্তের সংস্পর্শে আসা স্বাস্থ্যকর্মী উপসর্গহীন হলে কাজে আসবেন। আক্রান্ত ব্যক্তিকে ট্রিপল-প্লাই মাস্ক পরতে হবে। ক্ষতস্থান যতদূর সম্ভব ঢেকে রাখতে হবে। সমস্ত ক্ষত পুরোপুরি সেরে ওঠা ও ক্ষতের খোসা সম্পূর্ণ ভাবে পড়ে যাওয়া পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে।
আরও পড়ুন-৫ বার কে-২ শৃঙ্গ জয়, অনন্য রেকর্ড মিংমার
আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের ২১ দিন আইসোলেশনে থাকতে হবে এবং উপসর্গের দিকে খেয়াল রাখতে হবে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গোটা বিশ্বে ইতিমধ্যেই ৬ হাজারের বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দেশগুলির মধ্যে রয়েছে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন-সহ বিভিন্ন দেশে হু-হু করে বাড়ছে সংক্রমণ। ব্রিটেনে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গোষ্ঠী সংক্রমণ। দেশে এখনও পর্যন্ত পাঁচজন মাঙ্কিপক্স আক্রান্ত হয়েছেন। এরমধ্যে দিল্লিতে একজন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। এই পরিস্থিতিতে এবার মাঙ্কিপক্স নিয়ে নির্দেশিকা জারি করল কেন্দ্র।