গভীর রাতে হাওড়ার ব্রিজে স্পাইডারম্যান!

বুধবার মধ্যরাতে যা দেখে রীতিমতো হতবাক হয়ে পড়েন কর্তব্যরত পুলিশ কর্মীরা। তাকে নামাতে দ্রুত ঘটনাস্থলে আসেন নর্থপোর্ট ও গোলাবাড়ি থানার পুলিশ কর্মীরা।

Must read

সংবাদদাতা, হাওড়া : কড়া পুলিশি নজরদারি এড়িয়ে হাওড়া ব্রিজের মাথায় উঠে গেল এক যুবক। ব্রিজের মাথায় রীতিমতো স্পাইডারম্যানের কায়দায় এদিক-ওদিক দৌড়াদৌড়ি করতেও শুরু করে দেয় বছর পঁচিশের ওই যুবক। বুধবার মধ্যরাতে যা দেখে রীতিমতো হতবাক হয়ে পড়েন কর্তব্যরত পুলিশ কর্মীরা। তাকে নামাতে দ্রুত ঘটনাস্থলে আসেন নর্থপোর্ট ও গোলাবাড়ি থানার পুলিশ কর্মীরা।

আরও পড়ুন-মাঙ্কিপক্স নিয়ে গাইডলাইন

দমকলকর্মীরাও পৌঁছে যান। তাকে নিচে নামিয়ে আনতে রীতিমতো বেগ পেতে হয় দমকলকর্মীদের। যখনই তাকে নামাতে দমকলকর্মীরা মই দিয়ে উপরে গিয়েছেন তখনই সে হাওড়া ব্রিজের মাথায় স্পাইডারম্যানের ঢঙে এদিক-ওদিক দৌড়াতে শুরু করে দেয়। যা দেখে ভয় পেয়ে যান দমকল ও পুলিশকর্মীরা। এরপর খাবারের টোপ দিয়ে অনেক বুঝিয়ে তাকে নিচে নামানো হয়। তবে তার কথাবার্তায় বিস্তর অসঙ্গতি রয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম মহম্মদ হাবিব(২৫)। তার বাড়ি রাঁচিতে। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন। পুলিশের নজরদারি এড়িয়ে কীভাবে হাওড়া ব্রিজের মাথায় উঠে বসল তা জানতে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Latest article