বঙ্গ

প্রশিক্ষণ নিচ্ছেন গাইডরা, সাজছে দিঘা-মন্দারমণি-তাজপুর, সার্কিট ট্যুরিজম নিয়ে তৎপরতা তুঙ্গে

সংবাদদাতা, দিঘা : দিঘাকে পাখির চোখ করে পর্যটনকে আরও ছড়িয়ে দিতে চায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সেজন্য সার্কিট ট্যুরিজম চালুর পরিকল্পনা নিয়ে জেলার দ্রষ্টব্যস্থানগুলি ঘুরিয়ে দেখাতে শুরু হয়ে গিয়েছে গাইডদের প্রশিক্ষণ দেওয়ার কাজ। এতদিন দিঘা, মন্দারমণি, তাজপুরে বেড়াতে এসে পর্যটকরা মূলত সমুদ্র দেখে সময় কাটাতেন। আশপাশের এলাকা ঘুরতেন নিজেদের উদ্যোগেই।

আরোও পড়ুন-এগোল অস্ট্রেলিয়া

এবার থেকে তাঁরা প্রাচীন রাজবাড়ি, ধর্মীয় ও ঐতিহাসিক স্থানগুলি প্রশিক্ষিত গাইডের তত্ত্বাবধানে ঘুরে দেখার পাশাপাশি জানতে পারবেন সেগুলির অজানা ইতিহাস। বছর কয়েক আগে তমলুকের প্রাচীন রাজবাড়ি, ময়নাগড় রাজবাড়ি, পটাশপুর রাজবাড়ি, খেজুরির প্রাচীন ডাকঘর ও টেলিগ্রাফ অফিস, কবরখানা, বঙ্কিমচন্দ্রের বিখ্যাত কপালকুণ্ডলা উপন্যাসের মন্দির প্রভৃতি ঐতিহাসিক স্থানগুলিকে নিয়ে সার্কিট ট্যুরিজম গড়ার পরিকল্পনা নেয় জেলা প্রশাসন। এবার সেটা চালু করতে তৎপর তারা। জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, ‘গাইডদের প্রশিক্ষণ শুরু হয়েছে। দিঘাতে চিড়িয়াখানা তৈরির পরিকল্পনা আছে। সেই সঙ্গে জেলার বিশিষ্ট ও ঐতিহাসিক স্থানগুলিকে নিয়ে সার্কিট ট্যুরিজম করার পরিকল্পনা রয়েছে।’ দিঘায় জগন্নাথ মন্দির তৈরির কাজও শুরু হয়েছে।

আরোও পড়ুন-শেষ আটে সিন্ধু-প্রণয়, মালয়েশিয়া ওপেন

নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে দিঘার কাছে নায়কালী মন্দির ও সংলগ্ন এলাকা। মেরিন ড্রাইভের কাজও শেষ পর্যায়ে। সমুদ্রবাঁধের উপর ৩০ কিমি রাস্তার কাজও শেষ পর্যায়ে। সৈকত সরণিকে ৯০ লক্ষ টাকায় আলোর মালায় সাজানো হয়েছে। কিছুদিনের মধ্যেই খুলে যাবে দিঘা-তাজপুর মেরিন ড্রাইভের একটা অংশ। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক মানস মণ্ডল বলেন, ‘একাধিক পরিকল্পনা রূপায়ণ চলছে। শুধু রাস্তাঘাট নয়, দিঘার সরকারি মৎস্যখামারও নতুন করে সাজছে। ওই খামার পরিযায়ী পাখিদের আশ্রয়স্থল। তাই পাখিদের জন্য মাচা তৈরি হচ্ছে।’ প্রশাসনের উদ্যোগে খুশি দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, ‘এতে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে।’

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

8 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

32 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago