প্রতিবেদন : হিমাচলে হেরে গেল খোদ বিজেপি (BJP)সভাপতি জে পি নাড্ডার দল৷ নিজের রাজ্যেই দলকে জেতাতে ব্যর্থ পদ্ম শিবিরের প্রধান সেনাপতি৷ এই সাংগঠনিক ব্যর্থতার পর স্বভাবতই নাড্ডার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে গেল৷ শেষ খবর পাওয়া পর্যন্ত হিমাচলে পাশা উল্টে সরকার গড়তে চলেছে কংগ্রেস৷ গুজরাতের ক্ষত কিছুটা অন্তত পূরণ করল পাহাড়ি রাজ্য হিমাচল৷ তবে এখানে ভোটে জিতেও শান্তি নেই৷
আরও পড়ুন-রাজ্যের ঘাড়েই ঠেলল কেন্দ্র
বিজেপির থাবা থেকে বাঁচাতে জয়ী প্রার্থীদের ছত্তিশগড়ের গোপন ডেরায় সরিয়ে নিয়ে যাচ্ছে কংগ্রেস৷ ইতিপূর্বে গোয়ায় বিজেপির চেয়ে বেশি আসন জেতার পরেও সরকার গড়তে পারেনি কংগ্রেস৷ তাই এবার আগেভাগে সতর্ক দল৷ নিজেদের রাজনৈতিক কর্তৃত্বে থাকা রাজ্য ছত্তিশগড়ে সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা৷ গণতান্ত্রিক রীতিনীতির তোয়াক্কা না করে টাকা ছড়িয়ে অন্য দলের জনপ্রতিনিধি কেড়ে নেওয়ার যে কুৎসিত নজির তৈরি করেছে বিজেপি তা থেকে বাঁচতেই শুরু কংগ্রেসের রিসর্ট–রাজনীতি৷ হিমাচলের ৬৮টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছে ৪০ আসনে৷ বিজেপি পেয়েছে মাত্র ২৫টি আসন৷ ৩টি আসন গিয়েছে নির্দলদের ঝুলিতে৷ এখানে প্রার্থী দিলেও খালি হাতে ফিরতে হয়েছে আম আদমি পার্টিকে৷ ঘটনাচক্রে মল্লিকার্জুন খাড়্গে সভাপতি হওয়ার পর প্রথম কোনও রাজ্য জিতল কংগ্রেস৷ জয়ের পর হিমাচলবাসীকে ধন্যবাদ–কৃতজ্ঞতা জানিয়েছেন রাহুল গান্ধীও৷