আমেদাবাদ, ৩০ মে : প্রথমবার আইপিএল খেলতে এসেই চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস (Gujarat Titans IPL 2022 Champion)। স্টেডিয়াম থেকে পার্টি সেরে ভোররাতে হোটেলে ফিরেছিলেন হার্দিক পান্ডিয়ারা। সোমবার বেলা গড়াতেই গোটা দল হাজির হয়েছিল সরকারি সংবর্ধনা অনুষ্ঠানে। এরপর বিকেল হতেই হার্দিকরা (Gujarat Titans IPL 2022 Champion) চলে আসেন আমেদাবাদের (Ahmedabad) বিখ্যাত উসমানপুরা রিভারফ্রন্টে। সেখান থেকে হুড খোলা বাসে আইপিএল ট্রফি নিয়ে তাঁরা রোড শো করলেন বিশ্বকুঞ্জ রিভারফ্রন্ট পর্যন্ত। আইপিএল চ্যাম্পিয়নদের দেখার জন্য রাস্তার দু’পাশে দাঁড়ানো সাধারণ মানুষের উৎসাহ ছিল দেখার মতো। বাসে বসে যা রীতিমতো উপভোগ করলেন ডেভিড মিলার, ঋদ্ধিমান সাহা, শুভমান গিলরা। রোড শো চলাকালীন নাগাড়ে বেজে গিয়েছে ইংরেজি ও গুজরাটি ভাষায় গান। সাধারণ মানুষের উৎসাহ ও ভালবাসা দেখে আপ্লুত টিমের বিদেশি তারকারাও। প্রায় এক ঘণ্টা ধরে গোটা আমেদাবাদ শহর পরিক্রমা করেন হার্দিকরা। বাসের ভিতর থেকে উৎসাহী জনতার দিকে জার্সিও ছুঁড়ে দিতে দেখা গিয়েছে ক্রিকেটারদের।
আরও পড়ুন: আইপিএল জিতেই চোখ দেশের জার্সিতে, সামনে এখন ’মিশন অস্ট্রেলিয়া’,এবার চাই বিশ্বকাপ : হার্দিক