আজ বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : পুরুলিয়ায় সোমবার বিকেলে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে জেলার বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে খুবই ইতিবাচক আলোচনা করলেন, সুনির্দিষ্ট নির্দেশও দিলেন। এরপর আজ, মঙ্গলবার তিনি পুরুলিয়াতেই কর্মিসভা করবেন সকাল ১০টায়, শিমুরিয়ায় ব্যাটারি গ্রাউন্ডে। সেখান থেকে তিনি রওনা হবেন বাঁকুড়ার (Bankura) উদ্দেশে। পুরুলিয়ার কর্মিসভায় নেত্রী কর্মীদের কী পথনির্দেশ করেন, তা নিয়ে শোনার জন্য সবাই অপেক্ষায়। তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে এই সভা ঘিরে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। নেত্রী একদিকে যেমন দুর্নীতির বিরুদ্ধে খড়্গহস্ত, সেই সঙ্গে কর্মীদের তিনি আরও বেশি করে মানুষের পাশে থাকার বার্তা দেবেন বলেই মনে করা হচ্ছে। নেতারা মুখ্যমন্ত্রীর:(Mamata Banerjee) বিভিন্ন প্রশ্নের জবাবও তৈরি রাখছেন।

আরও পড়ুন: গৃহযুদ্ধ কংগ্রেসে, রাজ্যসভার প্রার্থীতালিকা প্রকাশের পর ক্ষোভ বাড়ছে

শুধু রাজ্যে অশান্ত সৃষ্টির চেষ্টাই নয়, হতাশা থেকে বিজেপি বাঁকুড়ায় মুখ্যমন্ত্রীর কর্মিসভার জায়গা বদলের দাবি নিয়ে মামলা করে বাগড়া দিতে চেয়েছিল। সেই মামলা খারিজ করে দিল বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। বিজেপির পক্ষে জনস্বার্থ মামলা দায়ের করেন দুই আইনজীবী। ১ জুন মুখ্যমন্ত্রীর কর্মিসভা সতীঘাট অঞ্চলে। পাশেই গন্ধেশ্বরী নদী। সেখানে সভা করার বৈধতা নেই, তাই সভার স্থান পরিবর্তন করা হোক, আর্জি জানানো হয়। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য পাল্টা প্রশ্ন তুলে বলেন, নদীর ধারে অস্থায়ী বাঁশের কাঠামো করলে তা নিয়ে আপত্তি কীসের? মুখ্যমন্ত্রী এর আগেও এখানে জনসভা করেছেন।

Latest article