হঠাৎই হাসপাতালের তিনতলা থেকে নীচে তিনমাসের শিশুকে ছুড়ে ফেলে দিল মা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে শিশুটির। এই ঘটনায় সকলে হতবাক। চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। মর্মান্তিক এই ঘটনা ঘটছে গুজরাতের (Gujarat Shocker) আসরাওয়া এলাকার একটি হাসপাতালে। ইতিমধ্যেই শিশুটির মাকে গ্রেফতার করেছে পুলিশ।
কিন্তু কেন এমন নৃশংস কাণ্ড ঘটালো শিশুটির মা? ফারজানা মালেক নামে ওই তরুণী পুলিশকে জানিয়েছে, জন্মের পর থেকেই বিভিন্ন রোগে ভুগছিল শিশুটি। তাই বাধ্য হয়েই ওই সিদ্ধান্ত নিতে হয়েছে। মেয়ের কান্না সহ্য করতে পারছিলাম না। তবে ঘটনার পরই অবশ্য ফারজানা পুলিশকে বিপথে চালনা করা চেষ্টা করেছিল। প্রথমে সে জানায় শিশুটিকে কেউ বেড থেকে চুরি করে নিয়ে গিয়েছে। কিন্তু সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতেই ভয়ঙ্কর ওই কাণ্ড (Gujarat Shocker) সামনে এসে যায়।
আরও পড়ুন: যোগীরাজ্যে উদ্ধার হল কিশোরীর মুণ্ডহীন দেহ
ফুটেজে দেখা গিয়েছে করিডোর দিয়ে শিশুটিকে কোলে নিয়ে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে ফারজানা কিন্তু কয়েক সেকেন্ড পরই ফিরে আসছে খালি হাতে। তার মৃতদেহ হাসপাতালের মেঝেতে দেখাতে পায় এক সাফাই কর্মী। জন্মের পরই অসুস্থ হয়ে পড়ে শিশুটি। পরিস্থিতি দেখে তার অপারেশনও হয়।
শিশুটির বাবা আসিফ পুলিশকে জানিয়েছে, মেয়ের শরীর খারাপের কারণ দূষিত জল। গত ১৪ ডিসেম্বর তাকে নাডিয়াডের হাসপাতালে আনা হয়। সেই থেকে হাসপাতালেই চিকিসাধীন ছিল শিশুটি।