আমেদাবাদ, ১৫ এপ্রিল : রবিবার মোতেরার বদলার ম্যাচ খেলতে নামছে রাজস্থান রয়্যালস। প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। যাদের কাছে শেষ আইপিএলের ফাইনালে হারতে হয়েছিল। শুধু তাই নয়, লিগ পর্বেও গুজরাটের কাছে হারতে হয়েছিল সঞ্জু স্যামসনদের। এবার হারের এই ইতিহাস বদলাতে মরিয়া রাজস্থান। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ওপরের দিকে রয়েছে রাজস্থান। ব্যাট হাতে দারুণ ফর্মে রাজস্থানের জস বাটলার। ৪ ম্যাচে ৩টি হাফ সেঞ্চুরি-সহ ২০৪ রান করেছেন তিনি। ছন্দে রয়েছেন যশস্বী জয়সোয়াল ও শিমরন হেটমেয়ারও। এবার অধিনায়ক সঞ্জুর ব্যাট থেকে রবিবারের ম্যাচে বড় রানের অপেক্ষায় রয়েছে দল। এছাড়া দুই অভিজ্ঞ স্পিনার যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিনও বড় ভরসা রাজস্থানের।
আরও পড়ুন-রবিবারের গল্প: রূপান্তর
অন্যদিকে, গতবারের চ্যাম্পিয়ন গুজরাটও ৪ ম্যাচ খেলে ৬ পয়েন্ট ঘরে তুলেছে। দুর্দান্ত ফর্মে রয়েছেন তরুণ ওপেনার শুভমন গিল। ব্যাটে ধারাবাহিকতা দেখছেন আরেক তরুণ সাই সুদর্শন। বোলিংয়ে গুজরাটের ভরসা মহম্মদ শামি, রশিদ খান ও আলজারি জোসেফ।
তবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে যেভাবে সহজ ম্যাচ দল কঠিন করে জিতেছে, তাতে বিরক্তি হার্দিক পান্ডিয়া। গুজরাট অধিনায়ক বলছেন, ‘‘আমাদের আরও সতর্ক থাকতে হবে। মিডল ওভারে আরও বেশি বড় শট খেলতে হবে। সুবিধেজনক পরিস্থিতিতে ম্যাচ যেন শেষ ওভার পর্যন্ত না গড়ায়।”