প্রতিবেদন : এবার বন্দুকবাজের হামলা রাশিয়ার স্কুলে। এই হামলায় পাঁচ পড়ুয়া-সহ ১৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। জখম হয়েছে অন্তত ২৪ জন। হামলার পর বন্দুকবাজ নিজেও আত্মঘাতী হয়েছে। সোমবার সকালে মধ্য রাশিয়ার ইজেভস্কের একটি স্কুলে অতর্কিতে হামলা চালায় এক বন্দুকবাজ। হামলার পর আত্মঘাতী হয় ওই বন্দুকবাজও। হামলাকারীর পরিচয় জানার চেষ্টা চলছে। নিহতদের মধ্যে পাঁচজন পড়ুয়া, দুই শিক্ষকও স্কুলের দু’জন রক্ষী আছেন। কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট হয়নি। ঘটনার সঙ্গে সঙ্গেই স্কুলটি খালি করে দেওয়া হয়। ওই অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ব্রিচালভ বলেছেন, মৃত ও আহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে। আহতদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিন মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ব্রিচালভ।
আরও পড়ুন-ভার্চুয়াল উদ্বোধনে জেলায় জেলায় উৎসবের আলো ছড়ালেন মুখ্যমন্ত্রী
চলতি বছরে আমেরিকায় গত কয়েকমাসে একাধিকবার বন্দুকবাজের হামলা হয়েছে। ২০০-রও বেশি মানুষের প্রাণ গিয়েছে। এবার আমেরিকার ঘটনার ঢেউ এসে পৌঁছল রাশিয়ার স্কুলে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দেশের প্রাক্তন সেনা ও সক্ষম যুবকদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য ডিক্রি জারি করেছেন। পুতিনের এই সিদ্ধান্তে রাশিয়ায় বিক্ষোভ শুরু হয়েছে। তার প্রেক্ষিতেই এই হামলা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।