ভার্চুয়াল উদ্বোধনে জেলায় জেলায় উৎসবের আলো ছড়ালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা বাঁকুড়ার দশটি পুজোর মধ্যে রয়েছে বেলিয়াতোড় সার্বজনীন। কমিটির প্রাণপুরুষ বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখোপাধ্যায়।

Must read

ব্যুরো রিপোর্ট : জেলায় জেলায় শারদোৎসবের আলো ছড়িয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাইছেন গ্রামের মানুষজনও উৎসবের কটা দিন আনন্দে কাটান। তাই মহালয়ার দিনেই তিনি রাজ্যে ২৬৩টি পুজোর ভার্চুয়ািল উদ্বোধন করেছেন। তার মধ্যে আছে পুরুলিয়ার এগারোটি পুজো। তাতেই জেলা জুড়ে জোয়ার এসেছে উৎসবের। রবিবারই জেলার ৬৩৫টি পুজো কমিটির হাতে রাজ্য সরকারের অনুদান দেওয়া হয়েছে।

আরও পড়ুন-আইএনটিটিইউসির সাহায্য ৬০ শ্রমিককে

মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা পুজোগুলি হল জেলিয়াপাড়া ধীবর সমিতি, হুচুকপাড়া সার্বজনীন, শরৎ সেন কম্পাউন্ড, তেলকলপাড়া, ঝালদা নামোপাড়া, ঝালদা, মানবাজার, ইন্দকুঁড়ি, আদ্রা বাঙালি সমিতি, রঘুনাথপুর ও আদ্রা কমলাস্থান সার্বজনীন পুজোর। জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, বিশ্বে হেরিটেজ তকমা পাওয়া দুর্গাপুজো এবার বাড়তি আনন্দে পালিত হবে।

আরও পড়ুন-বিক্রি বাড়াতে সেলেবরা হাজির তন্তুজ-র শোরুমে

মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা বাঁকুড়ার দশটি পুজোর মধ্যে রয়েছে বেলিয়াতোড় সার্বজনীন। কমিটির প্রাণপুরুষ বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখোপাধ্যায়। বেলিয়াতোড়, ছান্দার, বৃন্দাবনপুর, গদারডিহির ৫৫টি পুজো কমিটিকে শারদসম্মান জানানো হয়। বাঁকুড়া সিনেমা রোড সার্বজনীনের মণ্ডপে ছিলেন সুশান্তকুমার ভক্ত, বিবেক বর্মা, হীরালাল চট্টরাজ প্রমুখ। এখানকার থিম ‘হারিয়ে যাওয়া স্মৃতি’। তালডাংরার সিমলাপাল স্কুলমোড় সার্বজনীনের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন বিধায়ক অরূপ চক্রবর্তী, মৈত্রী চক্রবর্তী, তাপস দত্ত, অরিজিৎ দাস, ফাল্গুনী সিংহবাবু।

Latest article