বিক্রি বাড়াতে সেলেবরা হাজির তন্তুজ-র শোরুমে

বিক্রি বাড়ানোর নয়া পরিকল্পনা রাজ্য সরকারি সংস্থা তন্তুজ-র। রাজ্যের বিভিন্ন শোরুমে আনা হচ্ছে সেলিব্রিটি বিধায়কদের।

Must read

সংবাদদাতা, কাটোয়া : বিক্রি বাড়ানোর নয়া পরিকল্পনা রাজ্য সরকারি সংস্থা তন্তুজ-র। রাজ্যের বিভিন্ন শোরুমে আনা হচ্ছে সেলিব্রিটি বিধায়কদের। পরিকল্পনার অঙ্গ হিসেবে শ্রীরামপুরের তন্তুজর শোরুমে দেখা গেল অভিনেত্রী-বিধায়ক লাভলি মৈত্র, প্রাক্তন মন্ত্রী অসীমা পাত্র, বিধায়ক ফিরদৌসি বেগমদের। ক্রেতারাও কেনাকাটার ফাঁকে ফাঁকে সেলেবদের সঙ্গে সেলফি তুললেন। লাভলির অভিজ্ঞতা, ‘প্রচুর ক্রেতা কেনাকাটা করছেন দেখে মনে হচ্ছে তাঁতের সুদিন ফিরেছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে তন্তুজ এখন লাভজনক সংস্থা।’

আরও পড়ুন-জিরাটে পুজো হয় মহাযানী বৌদ্ধরীতিতে

একই মত তন্তুজর স্পেশ্যাল অফিসার তথা মন্ত্রী স্বপন দেবনাথ, প্রোকিওরমেন্ট অফিসার অরূপ অধিকারীদের। নতুন নতুন নকশা আমদানি করে এবার কেন্দ্রীয় সরকারের পুরস্কার জিতে নিয়েছে তন্তুজ। তাই এবার বাড়তি উৎসাহ। দেশের ৭৬টি শোরুমে ভিড় বাড়ছে। গরিব থেকে উচ্চবিত্ত, সবস্তরের মানুষের জন্যই রয়েছে বস্ত্র। যেমন রয়েছে মাত্র ১০৬ টাকার শাড়ি, ৪২৭ টাকার মাঠাপাড়, তেমনি ৮০০ থেকে ৫ হাজার টাকার কাঁথাস্টিচ, ১৮ হাজার টাকার বালুচরী, ১৫-১৬ হাজারে তসর, সাড়ে ৪ হাজার থেকে ১০ হাজারে তাঁত সিল্ক। ফুলিয়ার ঢাকাই জামদানি তো রয়েইছে। আছে পাজামা, পাঞ্জাবি, ধুতি, লুঙ্গি, তোয়ালে, চাদর, বেডকভার, ওড়নাও। স্বপন জানান, ‘বাম জমানায় ধুঁকতে থাকা তন্তুজর হাত ধরে মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার হস্ততাঁতশিল্পের পুনরুজ্জীবন ঘটেছে। দু বছর করোনার জন্য ব্যবসা জমেনি। এবার ভিড়, বিক্রি বেশি। তাঁতিদের মুখে ফিরেছে হাসি।’

Latest article