সংবাদদাতা, আসানসোল : কয়েকদিন আগে সন্দেশখালি যাওয়ার পথে রাজ্যের বিরোধী নেতা গদ্দার অধিকারী ও রাজ্য বিজেপি সভানেত্রী অগ্নিমিত্রা পাল এক কর্মরত আইপিএস পুলিশ আধিকারিককে খালিস্তানি বলে অবমাননাকর কটূক্তি করেছিলেন। তারপরেই রাজ্যের শিখ সম্প্রদায়ের মানুষ প্রতিবাদে গর্জে ওঠেন। তাঁরা অবিলম্বে গদ্দারের ক্ষমা চাওয়ার দাবি তুলে এবং তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন থানায় স্মারকলিপি জমা দিচ্ছেন।
আরও পড়ুন-বর্ধমান পুরসভার ২৬৫ কোটির উদ্বৃত্ত বাজেট পেশ, প্রতি বছর তিনজনকে ‘সেরা বর্ধমানিয়া’ সম্মান
তারই পরিপ্রেক্ষিতে রূপনারায়ণপুর গুরুনানক গুরুদ্বার সিং সভার তরফে শুক্রবার সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাঁড়িতে ফাঁড়ি আধিকারিক নাসরিন সুলতানার হাতে স্মারকলিপি তুলে দেন। এদিন গুরুদ্বারের মুখ্য সেবক জগজিৎ সিং জানিয়েছেন, সন্দেশখালিতে শিখ সম্প্রদায়ের প্রতিনিধি ও কর্মরত আইপিএস আধিকারিককে খালিস্তানি বলে অপমান করা হয়েছে। তারই জন্য এদিন আমরা ফাঁড়িতে স্মারকলিপি জমা দিলাম। যাতে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে। আমাদের সম্প্রদায়ের মানুষকে অপমান করার অধিকার কারও নেই। অবিলম্বে গদ্দার ও অগ্নিমিত্রাকে ক্ষমা চাইতে হবে এবং তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে, এটাই আমাদের দাবি।