প্রতিবেদন : দুদিনের মস্কো সফর শেষ করে বৃহস্পতিবারই ইউক্রেন এসে পৌঁছেছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার রাতেই ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও সেদেশের বিদেশমন্ত্রী দিমিত্রি কুলেবার সঙ্গে তাঁর বৈঠক। ইউক্রেন পৌঁছনোর কিছু পরেই গুতেরেস বুচা শহরে রুশ সেনারা তাণ্ডবলীলা দেখতে যান। একইসঙ্গে রাজধানী কিয়েভে-সহ ইউক্রেনের বেশকিছু শহর ঘুরে দেখেন গুতেরেস। ইউক্রেনের বেশ কিছু শহর পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব। সেখানেই তিনি বলেন এই যুদ্ধের বলি হচ্ছে সাধারণ নিরীহ মানুষ। অথচ তাঁদের সঙ্গে যুদ্ধের কোনও সম্পর্কই নেই। শহরের আবাসনগুলিতে থাকতেন কিছু নিরীহ মানুষ। সেই আবাসনেই হামলা হয়েছে। একবিংশ শতাব্দীতে এসে যুদ্ধ কখনওই মেনে নেওয়া যায় না।
আরও পড়ুন-লাইন পেরোতে মৃত্যু হলে ক্ষতিপূরণ নয়
এদিকে যুদ্ধ নিয়ে মুখ খুলেছেন ব্রিটেনের বিদেশমন্ত্রী লিজ ট্রুস। তিনি বলেছেন, এই যুদ্ধ ১০ বছর চলতে পারে। এর জন্য ইউরোপকে তৈরি থাকতে হবে। পশ্চিমি দেশগুলিকে সতর্ক করে দিয়ে ট্রুস বলেন, এই যুদ্ধে রাশিয়া জয়ী হলে ভয়াবহ সঙ্কটের মুখে পড়বে গোটা বিশ্ব। এই সংকট থেকে বাঁচতে হলে সকলকেই ইউক্রেনের পাশে এসে দাঁড়াতে হবে।