প্রতিবেদন : তিরি ফিরলেও ভাগ্য ফিরল না সবুজ-মেরুনের। তবে চেন্নাইয়িন এফসি-র সঙ্গে ড্র করে এক পয়েন্ট পাওয়ায় কিছুটা স্বস্তি এটিকে মোহনবাগান শিবিরে। কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস বলেছেন, ‘‘চেন্নাইয়িন শক্ত প্রতিপক্ষ। তাদের বিরুদ্ধে দল ভাল খেলেছে। জিততে না পারলেও এক পয়েন্ট আসায় আমি খুশি। দলের খেলায় আমি সন্তুষ্ট। তবে আমাদের উন্নতি করে যেতে হবে।’’
আরও পড়ুন-ফের ড্র, জয় অধরাই থাকল লাল-হলুদের
রয় কৃষ্ণ, প্রীতম কোটালদের পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। হাবাস বললেন, ‘‘পরের ম্যাচ নিয়ে এবার আমাদের ভাবতে হবে। বেঙ্গালুরু ম্যাচে আরও ভাল ফুটবল খেলে তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্য থাকবে। তবে আক্রমণে আরও ঝাঁজ বাড়াতে হবে আমাদের। আরও বেশি প্রেসিং ফুটবল খেলতে হবে। চেন্নাইয়িনের বিরুদ্ধে রক্ষণ ভাল খেলেছে। উন্নতির অনেক জায়গা আছে।’’
আরও পড়ুন-ব্যাঙ্ক দেউলিয়ায় কপাল পুড়তে চলেছে গ্রাহকদের
চেন্নাইয়িনের বিরুদ্ধে ফর্মেশন, রণকৌশল বদলেও জয় অধরা। ফুটবলারদের ম্যাচে ক্লান্ত লাগছে। এই প্রসঙ্গে স্প্যানিশ কোচের বক্তব্য, ‘‘চার-পাঁচ দিন অন্তর ম্যাচ খেলতে হচ্ছে। রিকভারি টাইম পাওয়া যাচ্ছে না। তার উপর প্রতিদিন প্র্যাকটিসে আসার জন্য এক ঘণ্টা ২০ মিনিট বাস যাত্রা করতে হচ্ছে। গরম, আর্দ্র আবহাওয়া, বায়ো-বাবল, এত কিছুর সঙ্গে যুঝতে হচ্ছে। সব সামলেও আমরা লড়াই করছি।’’