হাফিজের কারাদণ্ড

হাফিজকে ৩ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা দিতে বলা হয়েছে। জানা যাচ্ছে, হাফিজের তৈরি একটি মসজিদ ও মাদ্রাসাও পাক সরকার অধিগ্রহণ করবে।

Must read

প্রতিবেদন : ২৬/১১ হামলার মূলচক্রী হাফিজ মহম্মদ সৈয়দকে ৩১ বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের সন্ত্রাসদমন আদালত। শুক্রবার দু’টি মামলায় জঙ্গি নেতা হাফিজের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা এবং জামাত উদ দাওয়ার প্রধান হাফিজকে মোট ৩১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন বিচারক।

আরও পড়ুন-চিনের নিশানায় ভারত ও আমেরিকা

সেই সঙ্গে হাফিজকে ৩ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা দিতে বলা হয়েছে। জানা যাচ্ছে, হাফিজের তৈরি একটি মসজিদ ও মাদ্রাসাও পাক সরকার অধিগ্রহণ করবে। ৭০ বছর বয়সি হাফিজের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের অর্থ জোগানোর অভিযোগ ছিল। ২০১৯ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আমেরিকা সফরের আগে হাফিজকে গ্রেফতার করা হয়। সেই সময়ে তখ্‌তে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ১০ বছর খোঁজ চালিয়ে অবশেষে হাফিজকে গ্রেফতার করা গিয়েছে।

আরও পড়ুন-মানবাধিকার পরিষদ থেকে বহিষ্কৃত রাশিয়া

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে জঙ্গি হামলার পিছনে হাফিজই ছিল মূল পান্ডা। ওই হামলায় ১৬৬ জন নিহত হন। ২০১৭ সালে চার সঙ্গী সহ হাফিজকে পাকিস্তানে গ্রেফতার করা হয়। যদিও ১১ মাস বাদেই তারা ছাড়া পেয়ে যায়। মনে করা হচ্ছে আন্তর্জাতিক চাপেই হাফিজের শাস্তি হল।

Latest article