রাঙ্গিওরা, ১ মার্চ : ২২ গজে ফিরেই হাফ সেঞ্চুরি হাঁকালেন স্মৃতি মান্ধানা (Smriti Shriniwas Mandhana)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগের ম্যাচে মাথায় চোট পেয়েছিলেন বাঁ হাতি ভারতীয় ওপেনার। যদিও সেই ধাক্কা সামলে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৬৭ বলে ৬৬ রানের ঝকঝকে ইনিংস খেললেন মান্ধানা (Smriti Shriniwas Mandhana)। যা বিশ্বকাপের আগে স্বস্তিতে রাখছে ভারতীয় শিবিরকে।
হাফ সেঞ্চুরি করলেন আরেক ব্যাটার দীপ্তি শর্মাও (৬৪ বলে ৫১)। ম্যাচটা ৮১ রানে জিতে নিল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫৮ রান তুলেছিল ভারত। মান্ধানা এবং দীপ্তির হাফ সেঞ্চুরি ছাড়া উল্লেখযোগ্য রান করেছেন স্বস্তিকা ভাটিয়া (৫৩ বলে ৪২) ও অধিনায়ক মিতালি রাজ (৪২ বলে ৩০)।
পাল্টা ব্যাট করতে নেমে, ৫০ ওভারে ৯ উইকেটে ১৭৭ রানে আটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় বোলারদের মধ্যে পূজা বস্ত্রকার ২১ রানে ৩ উইকেট ঝুলিতে পোরেন। দু’টি করে উইকেট দখল করেন মেঘনা সিং, রাজেশ্বরী গায়কোয়াড় এবং দীপ্তি শর্মা। ঝুলন গোস্বামী কোনও উইকেট না পেলেও, ৮ ওভারে মাত্র ১৪ রান খরচ করেন।