মহা শিবরাত্রি উপলক্ষে শুভেচ্ছা বার্তা মমতা – অভিষেকের

Must read

আজ মঙ্গলবার মহা শিবরাত্রি উপলক্ষে সকল মানুষকে শুভেচ্ছা বার্তা দিয়ে পোস্ট তৃণমূল কংগ্রেস নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।আজ মঙ্গলবার এই চতুর্দশী তিথি থাকবে ২ মার্চ রাত ১টা পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। পঞ্জিকা মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৫২ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধে ৬টা ২৬ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ১ মার্চ ভোর ৫টা ৫৬ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ১ মার্চ বিকেল ৫টা ১১ মিনিটে।

আজ ১ মার্চ শুভ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর ১২টা ১৬ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১টা ০২ মিনিটে। অমৃতযোগ ১ মার্চ শুরু হচ্ছে সন্ধে ৬টা ০৩ মিনিটে, শেষ হচ্ছে সন্ধে ৭টা ৩৩ মিনিটে। এই শুভ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।

Latest article