আনিস মৃত্যুকাণ্ডের প্রতিবাদে পথে ছাত্র-যুবরা

Must read

প্রতিবেদন : আনিস খানের দুর্ভাগ্যজনক মৃত্যুকে হাতিয়ার করে রাজ্যজুড়ে অরাজকতা তৈরি করতে চাইছে বিরোধীরা। এরই প্রতিবাদে সোমবার দুপুরে শহরের রাজপথে নামল তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি। রামলীলা পার্ক থেকে টিএমসিপি সমর্থক ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হয় মিছিল। মিছিল শেষ হয় মেয়ো রোডে গান্ধীমূর্তির নিচে। মিছিলে নেতৃত্ব দেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, যুব নেতা দেবাংশু ভট্টাচার্যের মতো রাজ্যের প্রথম সারির ছাত্র-যুব নেতারা। এছাড়াও ছিলেন কলকাতার পার্শ্ববর্তী জেলার টিএমসিপির সভাপতিরা এবং সংগঠনের রাজ্য কমিটির প্রথম সারির নেতারা। আনিস খানের (Anish Khan) মৃত্যুর তদন্তে এরই মধ্যে সিট গঠন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। দ্রুত গতিতে এগোচ্ছে তদন্ত। এরই মধ্যে গ্রেফতার হয়েছে দু’জন। সাসপেন্ডও করা হয়েছে কয়েকজনকে। এই পরিস্থিতিতে এদিন পথে নামল তৃণমূল ছাত্র-যুবরা। এদিনের মিছিলকে ঘিরে শহরের ছাত্র-যুবদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মিছিলের শেষে টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, এদিন প্রায় ৫০ হাজারের মতো পড়ুয়া মিছিলে শামিল হয়েছিলেন। এই ঘটনায় প্রমাণ হয়ে গেল বাংলার ছাত্র-যুবরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। এই ছাত্রসমাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এগিয়ে যাবে। আনিসের (Anish Khan) হত্যাকারীরা নিশ্চিত ভাবেই শাস্তি পাবে। মুখ্যমন্ত্রী যেভাবে তৎপরতার সঙ্গে সিট গঠন করেছেন তার ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। টিএমসিপি আনিসের পরিবারের পাশেই আছে। সেই সঙ্গে বিরোধীদের আক্রমণ করে তৃণাঙ্কুর বলেন, কিছু জনসমর্থনহীন দল ও সংগঠন ভোটের আগে রাজনীতি করতে রাস্তায় নেমে মানুষকে বিভ্রান্ত করছিল। তাই ভোটের পর এদিন পথে নেমে আমরা তারই প্রতিবাদ করলাম।

Latest article