সংবাদদাতা, মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল ‘দুয়ারে সরকার’। গতবারের থেকে এবার শিবিরে ভিড় ছিল অনেকটাই কম। যদিও দাবি, অনেকেই প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন। তবে এবারে লক্ষ্য ছিল পিছিয়ে-পড়া মানুষজনদের কাছে পৌঁছনোর। বিশেষ করে লোধা, শবর, সংখ্যালঘু, সাঁওতাল এই এলাকাগুলিতেই এবার জোর দেওয়া হয়েছিল। যাতে করে সরকারি সুযোগ-সুবিধা তাঁদের নাগালের মধ্যে পৌঁছয়।
আরও পড়ুন-দিনের কবিতা
শুক্রবার পর্যন্ত জেলায় বিভিন্ন প্রকল্পের পরিষেবা পেতে ১,৭৫,৮৩৫টি আবেদন জমা পড়েছে দুয়ারে সরকার শিবিরে। তার মধ্যে ৬০ শতাংশের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। জেলাশাসক খুরশিদ আলি কাদেরি জানিয়েছেন, জেলায় দুয়ারে সরকার শিবিরে বিভিন্ন প্রকল্পে ১,৭৫,৮৩৫টি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে ১,১৪,০০০টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। বাকি যা পড়বে তা আগামী এক মাসের মধ্যে সব নিষ্পত্তি করা হবে। পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রীতে রাস্তা নিয়ে অভিযোগ জমা পড়েছে জেলা থেকে। তার ব্যবস্থা নিতে বৈঠকে বসেছিলেন প্রশাসনের আধিকারিকরা। দ্রুত রাস্তা নিয়ে সমস্যার সমাধান হবে বলেও জেলাশাসক জানিয়েছেন।