দৃষ্টান্ত বীরভূম জেলা পরিষদের স্থায়ী সমিতির বৈঠক, উন্নয়নের প্রশ্নে শাসক-বিরোধী একজোট

মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই বলেছিলেন উন্নয়নের ক্ষেত্রে বিরোধীদের বঞ্চিত করা হবে না।

Must read

সংবাদদাতা, সিউড়ি : মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই বলেছিলেন উন্নয়নের ক্ষেত্রে বিরোধীদের বঞ্চিত করা হবে না। যার যথাযথ উদাহরণ মিলল বীরভূম জেলা পরিষদের স্থায়ী সমিতির বৈঠকে।
শুক্রবার জেলা পরিষদ সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখের নেতৃত্বে বিদ্যুৎ ও কৃষির স্থায়ী কমিটির বৈঠক ছিল। সেখানে নলহাটি দুই ব্লকের ৩৯ আসন থেকে কংগ্রেসের প্রতীকে জেতা জেলা পরিষদের অধ্যক্ষ মহম্মদ সাব্বির হোসেন ফায়জুলের পাশেই বসেছিলেন। যখন রাজ্যে কংগ্রেস সিপিএম একসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপপ্রচার করছে, তখন দুই বিরোধী দলের নেতা কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নে শামিল হচ্ছেন, এটা একটা দৃষ্টান্ত। বকলমে রাজ্য কংগ্রেসের মিথ্যাচারের জবাব দিচ্ছেন সাব্বির।

আরও পড়ুন-দুয়ারে সরকার, জমা-পড়া আবেদনের অর্ধেক নিষ্পত্তি

তবে ফায়জুল জানিয়েছেন, আমরা কখনই বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের শত্রু ভাবি না। মুখ্যমন্ত্রীর উন্নয়নযজ্ঞে যাঁরাই শরিক হতে চাইবেন, তাঁদের সকলকেই আত্মীয় বলে মেনে নেব। কারণ নেত্রীর কাছে প্রধান ও একমাত্র লক্ষ্য মানুষের জন্য কাজ করা, উন্নয়ন করা। নিশ্চিতভাবে আমি বিরোধী দলের সদস্য। কিন্তু আমারও প্রথম দায় এবং কর্তব্য এলাকার মানুষের কাছে সরকারের উন্নয়ন পৌঁছে দেওয়া। জেলা পরিষদ সভাধিপতির যে কোনও উন্নয়নের বৈঠকেই আমাকে আমন্ত্রণ জানান। আমার এলাকার যাবতীয় সমস্যার কথা বলার সুযোগ পাই। আমার অঞ্চলের উন্নয়নে খামতি এখনও হয়নি।

Latest article