সংবাদদাতা, হুগলি : হ্যাম রেডিওর মাধ্যমে নিখোঁজ বৃদ্ধকে খুঁজে পেলেন তার পরিবারের লোকজন। দোলের দিন থেকে নিখোঁজ ছিলেন বিহারের রাজেশ্বর সাহানি (Rajeswar Sahani)। কাজের সুত্রে পরিবার নিয়ে কোন্নগরে থাকতেন। ঘটনার পর উত্তরপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করে তাঁর পরিবার। কিন্তু বৃদ্ধের কোনও খোঁজ পাওয়া যায়নি। দোলের পরদিন ডানকুনি থানা থেকে রাস্তায় দুর্ঘটনায় পড়া এক বৃদ্ধকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করে পুলিশ। এতদিন সেখানেই চিকিৎসারত ছিলেন তিনি। বৃদ্ধের পরিচয় এবং বাড়ির লোকের খোঁজ না পাওয়ায় হ্যাম রেডিওর সাহায্য নেন হাসপাতাল কর্তৃপক্ষ। ডানকুনি থানাতেও বিষয়টি জানানো হয়। বৃদ্ধকে জিজ্ঞাসাবাদ করে বিহারের একটি ঠিকানা পান হাসপাতাল কর্তৃপক্ষ। হ্যাম রেডিও এই বিষয়টি নিয়ে সব জায়গায় খোঁজখবর শুরু করে। শুক্রবার কোন্নগরের বাসিন্দা ছেলের ঠিকানা পায় হ্যাম রেডিও। ছবি দেখে পরিবার শনাক্ত করে বৃদ্ধকে। শনিবার বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয় রাজেশ্বর সাহানিকে (Rajeswar Sahani)। হারানো মানুষকে খুঁজে পেয়ে স্বভাবতই খুশি পরিবার। ঘটনার জন্য হ্যাম রেডিও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও রাজেশ্বরের পরিবার।
আরও পড়ুন- ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে অভিষেক-বীরবাহার কনভয়ে হামলা, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী