প্রতিবেদন : সুপার কাপে অংশ নিতে বৃহস্পতিবার কেরল পৌঁছল ইস্টবেঙ্গল। মোহনবাগান কেরল যাবে রবিবার ৯ এপ্রিল। সোমবার ১০ তারিখ জুয়ান ফেরান্দোর দলের প্রথম ম্যাচ গোকুলাম কেরালা এফসি-র বিরুদ্ধে। কিন্তু পছন্দের হোটেল না পাওয়ায় প্রথম ম্যাচের একদিন আগে কেরল যেতে হচ্ছে মোহনবাগানকে।
আরও পড়ুন-শাহরুখ আসতেই গর্জে উঠল ইডেন
আইএসএল চ্যাম্পিয়নরা সুপার কাপে ব্রেন্ডন হ্যামিলকে খেলাবে না। তাই তাঁকে কলকাতায় আনা হয়নি। টিম সূত্রে খবর, তিরি ফিট। চুটিয়ে অনুশীলন করছেন দলের সঙ্গে। তাই স্প্যানিশ স্টপারকেই সম্ভবত টুর্নামেন্টে স্লাভকো দামজানোভিচের পাশে খেলাবেন জুয়ান। বাকি চার বিদেসি হুগো বুমোস, কার্ল ম্যাকহিউ, ফেডেরিকো গালেগো এবং দিমিত্রি পেত্রাতোস। দিমিত্রি ছুটি কাটিয়ে দেরিতে শহরে ফিরেছেন। শুক্রবার অনুশীলনে নামার কথা অস্ট্রেলীয় বিশ্বকাপারের। বাগানে স্বস্তির খবর, আশিক কুরুনিয়ন ও মনবীর সিং চোট সারিয়ে আগের থেকে অনেক ভাল জায়গায়। তাই দু’জনেই দলের সঙ্গে যাচ্ছেন।
আরও পড়ুন-ভয়াবহ অগ্নিকাণ্ড রানিহাটি নাবঘরা মাছ বাজারে
শুক্রবার বেঙ্গালুরু এফসি ও শ্রীনিধি ডেকান ম্যাচ দিয়ে এবারের প্রতিযোগিতা শুরু হচ্ছে। পরের দিন ৯ এপ্রিল নামছে ইস্টবেঙ্গল। স্টিফেন কনস্ট্যান্টাইনের দলের প্রতিপক্ষ ওড়িশা এফসি। প্রথম ম্যাচের আগে শুক্র ও শনিবার কেরলের মঞ্জেরি স্টেডিয়ামে অনুশীলন করবে ইস্টবেঙ্গল। আইএসএলে ব্যর্থতার পর ৪০ দিনের বিরতি কাটিয়ে কলকাতায় গত দু’সপ্তাহ চুটিয়ে অনুশীলন করেছে লাল-হলুদ। ক্লেটন সিলভা, ভি পি সুহেরদের নিয়ে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলিয়ে টিম কম্বিনেশন তৈরি করেছেন লাল-হলুদের সাহেব কোচ। বৃহস্পতিবার কেরল উড়ে যাওয়ার আগে ২৪ জনের স্কোয়াড ঘোষণা করেন স্টিফেন। ছয় বিদেশি নিয়েই দল কেরল পৌঁছেছে। স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেজ ও কিরিয়াকুর সঙ্গে ব্রাজিলিয়ান মিডিও অ্যালেক্স লিমা, অস্ট্রেলীয় জর্ডন দোহার্টি, দুই ফরোয়ার্ড ক্লেটন সিলভা ও জেক জার্ভিস দলের সঙ্গে গিয়েছেন। সঙ্গে রিজার্ভ দলের প্রীতমকুমার সিং, তুহিন দাস, অতুল উন্নিকৃষ্ণণরা সুযোগ পেয়েছেন দলে।