বিশ্বকাপেও অনিশ্চিত কেন

হাঁটুতে চোট পেয়ে আইপিএল থেকে আগেই ছিটকে গিয়েছেন। এবার একদিনের বিশ্বকাপেরও কেন উইলিয়ামসনের খেলা প্রবলভাবে অনিশ্চিত

Must read

ওয়েলিংটন, ৬ এপ্রিল : হাঁটুতে চোট পেয়ে আইপিএল থেকে আগেই ছিটকে গিয়েছেন। এবার একদিনের বিশ্বকাপেরও কেন উইলিয়ামসনের খেলা প্রবলভাবে অনিশ্চিত! কিউয়ি তারকার স্ক্যান রিপোর্টে ধরা পড়েছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ছিঁড়েছে। ফলে অস্ত্রোপচার করাতেই হচ্ছে। অস্ত্রোপচারের পর অন্তত ছ’মাস উইলিয়ামসনকে রিহ্যাব করতে হবে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছেন, আগামী তিন সপ্তাহের মধ্যেই উইলিয়ামসনের হাঁটুতে অস্ত্রোপচার করা হবে। তার পরেই শুরু হবে রিহ্যাব পর্ব।

আরও পড়ুন-সুপার কাপে নেই হ্যামিল, কেরল পৌঁছলেন ক্লেটনরা

এদিকে, অক্টোবরে ভারতের মাটিতে শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপ। তাই টুর্নামেন্টের আগে উইলিয়ামসনের সুস্থ হয়ে মাঠে ফেরার সম্ভবনা কার্যত নেই বললেই চলে। প্রাক্তন কিউয়ি অধিনায়ক অবশ্য বিশ্বকাপ খেলার বিষয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, ‘‘গত কয়েকদিন ধরেই প্রচুর সমর্থন পাচ্ছি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এবং গুজরাট টাইটান্স কর্তৃপক্ষ পাশে রয়েছে। আপাতত যাবতীয় নজর অস্ত্রোপচার এবং রিহ্যাবে। মাঠে ফিরতে একটু সময় লাগবে ঠিকই। তবে আমি যতটা দ্রুত সম্ভব ফেরার চেষ্টা করব।’’

Latest article