র‍্যাশফোর্ডের গোলে জয়, চারে ফিরল ম্যান ইউ

বিরতির ঠিক আগে আরও একটি গোল থেকে র‍্যাশফোর্ডকে বঞ্চিত করেন ব্রেন্টফোর্ডের গোলকিপার। দ্বিতীয়ার্ধেও ম্যান ইউয়ের দাপট বজায় ছিল।

Must read

ম্যাঞ্চেস্টার, ৬ এপ্রিল : তিন ম্যাচ পর ফের জয়ের সরণিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। মার্কাস র‍্যাশফোর্ডের গোলে ব্রেন্টফোর্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে ম্যান ইউ। এই জয়ের সুবাদে ২৮ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে ফের প্রিমিয়ার লিগের শীর্ষ চারে জায়গা করে নিলেন র‍্যাশফোর্ডরা। ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতের ম্যাচটা ম্যান ইউয়ের কাছে ছিল বদলার মঞ্চ।

আরও পড়ুন-বিশ্বকাপেও অনিশ্চিত কেন

গত বছরের অগাস্টে ব্রেন্টফোর্ডের মাঠে গিয়ে ০-৪ গোলে বিধ্বস্ত হয়েছিল এরিক টেন হ্যাগের দল। ঘরের মাঠে তাই শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিলেন র‍্যাশফোর্ডরা। বিশেষ করে, ম্যান ইউয়ের ব্রাজিলীয় উইঙ্গার অ্যান্থনি ছিলেন দারুণ ফর্মে। তীব্র গতি এবং স্কিল দিয়ে বারবার ব্রেন্টফোর্ডের রক্ষণকে পরীক্ষার মুখে ফেলেছেন তিনি। ২৭ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় ম্যান ইউ। কর্নার থেকে ফাঁকায় বল পেয়ে গোল করতে ভুল করেননি র‍্যাশফোর্ড। বিরতির ঠিক আগে আরও একটি গোল থেকে র‍্যাশফোর্ডকে বঞ্চিত করেন ব্রেন্টফোর্ডের গোলকিপার। দ্বিতীয়ার্ধেও ম্যান ইউয়ের দাপট বজায় ছিল। তবে একের পর এক আক্রমণ শানিয়েও, ব্যবধান আর বাড়াতে পারেননি টেন হ্যাগের ফুটবলাররা।

Latest article