সংবাদদাতা, দার্জিলিং : দার্জিলিং পুরসভায় (Darjeeling Municipality- Hamro Party) হামরো পার্টির মেয়াদ ফুরোতে চলেছে। বিজেপিএম এবং তৃণমূল জোটের বোর্ড গঠন এখন সময়ের অপেক্ষা। প্রধান সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় এবার উপপ্রধানকে চিঠি দিল বিজেপিএম ও তৃণমূল জোটের ১৬ জন কাউন্সিলর। দার্জিলিং পুর নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে হামরো পার্টি বোর্ড গঠন করেছিল। কিন্তু কিছুদিন বাদেই হামরোর ছয় কাউন্সিলর ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাতে যোগ দেন। এরপরেই ২৮ অগাস্ট দার্জিলিং (Darjeeling Municipality- Hamro Party) পুরপ্রধান ঋতেশ পটেলকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য চিঠি দেন বিজেপিএম ও তৃণমূল জোটের ১৬ কাউন্সিলর। ১৩ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল ঋতেশকে। নির্ধারিত সময়ের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় এবার পুরসভার উপপ্রধান ইয়াংচি শেরপাকে চিঠি দিল বিজেপিএম ও তৃণমূল জোট। দার্জিলিং পুরসভায় আসন ৩১টি। ১৬ জন কাউন্সিলর থাকা দরকার বোর্ড গঠনে। ভারতীয় গোর্খা প্রজাতন্ত্রী মোর্চা ও তৃণমূল জোটের ১৬ কাউন্সিলর রয়েছে। ফলে বোর্ড গঠনে এগিয়ে তারাই। উপপ্রধানকে ২০ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ না করতে পারলে জোটের ১৬ কাউন্সিলর অনাস্থা প্রস্তাব এনে মহকুমা শাসককে চিঠি দেবেন। ভারতীয় গোর্খা প্রজাতন্ত্রী মোর্চার কাউন্সিলর মুকুন্দরাজ বরাইলি জানিয়েছেন, হামরো পার্টি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে না, তাই চেয়ারম্যান আমাদের চিঠির সদুত্তর দিতে পারেননি। এবার উপপ্রধানকে ২০ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়ে চিঠি দিলাম। এরপর অনাস্থা প্রস্তাব আনব।
আরও পড়ুন-উত্তরের হাওয়ার দাপট, বাড়ছে ঠান্ডা