উত্তরের হাওয়ার দাপট, বাড়ছে ঠান্ডা

Must read

প্রতিবেদন : পারদ আরও নামছে। শুক্রবারের পর শনিবার কলকাতার (Kolkata- Winter) তাপমাত্রা কমে হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। জেলাতে তাপমাত্রা কমে ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। জলপাইগুড়ি ও ডুয়ার্সের বিস্তৃর্ণ জায়গায় রয়েছে ঘন কুয়াশা। উত্তরের হাওয়ার দাপটে চলছে। সব মিলিয়ে ঠান্ডার পারদ পৌষের শুরুতে ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দফতর বলছে শনিবার এই মরশুমের শীতলতম দিন। উত্তুরে হাওয়ার পথে বাধা সরতেই নামতে শুরু করেছে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সাগরে ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গের (Kolkata- Winter) অধিকাংশ জেলার তাপমাত্রার পারদ দিন কয়েক ধরেই বৃদ্ধি পেয়েছিল। উত্তুরে হাওয়ার বাধা সরতেই জেলায় জেলায় পারদ পতন। দার্জিলিঙে ৬ ডিগ্রিতে নামল তাপমাত্রা। বাঁকুড়া ও পানাগড়ে পারদ নেমেছে ১১ ডিগ্রিতে। মালদহে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির মধ্যে বীরভূমে গ্রীষ্মকালে যেমন গরম দেখা যায় ঠিক সেই রকমই শীতকালেও ঠান্ডার প্রভাব থাকে যথেষ্ট বেশি। চলতি বছর অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকেই বীরভূমে শুরু হয়েছে হালকা শীতের আমেজ। নভেম্বর মাসে তাপমাত্রার পারদ অনেকটা নামলেও কনকনে শীত সেইভাবে দেখা যাচ্ছিল না। অবশেষে শুক্রবার থেকে কনকনে শীতের আমেজ অনুভব করা যাচ্ছে। আগামী ৭ দিন এইরকম অনুভূতি থাকবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন-এলাকায় না যাওয়ায় পঞ্চায়েত প্রধানকে ইস্তফার নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Latest article