প্রতিবেদন : ডায়মন্ড হারবার এমপি কাপের চ্যাম্পিয়ন ফলতা। ফাইনালের দুই দলকেই শুভেচ্ছা জানিয়ে সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, শুধু রাজনীতি নয়, ফুটবল, অন্য খেলা-মেলাকে কেন্দ্র করে এই সম্প্রীতি ও ভ্রাতৃত্ব যেন বজায় থাকে। এদিন একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা-কর্মীদের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। কারণ ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠাদিবস। শুক্রবার বাটা স্টেডিয়ামের মাঠে তিলধারণের জায়গা ছিল না। অভিষেক বলেন, এবার ফলতা চ্যাম্পিয়ন হয়েছে। শুধু বাকি রইল ডায়মন্ড হারবার ও মহেশতলা। আশা করি আগামী বছরে ওরাও হবে। তাঁর সংযোজন, আমি গত বছর বলেছিলাম ডায়মন্ড হারবার ক্লাব আত্মপ্রকাশ করবে। সেটা হয়েছে। শুধু তাই নয়, প্রথম বছরেই আমরা প্রিমিয়ার লিগে উঠেছি। সামনের বছর আরও এগোব। এদিন কিংবদন্তি পেলেকেও স্মরণ করে তাঁর ফুটবল দর্শনকে মনে রাখার কথা বলেন। তাঁর কথায়, স্বামী বিবেকানন্দ বলতেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে ঈশ্বরের নিকট পৌঁছনো যায়। মান্না দের গানেও ফুটবল সবার সেরা হয়ে রয়েছে।
আরও পড়ুন-গঙ্গাসাগরকে জাতীয় মেলা বা তীর্থস্থান করা হোক, নমামি গঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর দাবি
সদ্য শেষ হওয়া কাতার বিশ্বকাপের রেশ এখনও কাটেনি। কিন্তু বাংলায় সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য ‘বিশ্বকাপ’ উপহার দিয়ে আরও একবার মন জিতে নিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই ২০১৭ সাল থেকে ডায়মন্ড হারবার এমপি কাপ প্রতিযোগিতা শুরু হয়। কিন্তু গত দু’বছর ধরে প্রতিযোগিতার গায়ে লেগেছে আন্তর্জাতিক ছোঁয়া। আইএসএলের ধাঁচে ফুটবলের সঙ্গে বিনোদনের মিশেলে এমপি কাপ টুর্নামেন্ট জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে। এবারের প্রতিযোগিতার মানও নজর কেডে়ছে। বিশ্বকাপের জন্য ডায়মন্ড হারবারের ফুটবলপ্রেমীরা চার বছর অপেক্ষা করেন। কিন্তু এমপি কাপ উপভোগ করতে পারেন প্রতি বছর।
আরও পড়ুন-ফুটবল সম্রাট পেলেকে শ্রদ্ধা জানিয়ে শুরু MP Cup-এর সমাপ্তি অনুষ্ঠান
শুক্রবার মহেশতলার বাটানগর স্টেডিয়ামে ছিল ডায়মন্ড হারবার এমপি কাপ ২০২২-এর মেগা ফাইনাল। প্রয়াত ফুটবল সম্রাট পেলের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে ফাইনালের সূচনা হয়। ফাইনাল ঘিরে উৎসাহ, উন্মাদনা ছিল তুঙ্গে। বাটা স্টেডিয়ামের গ্যালারি, মাঠের ধারে দর্শক উপচে পড়েছিল। ফাইনালে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খেলা শুরুর আগে দুই ফাইনালিস্ট দল বজবজ ও ফলতার খেলোয়াড়দের সঙ্গে মিলিত হন ডায়মন্ড হারবারের সাংসদ। ফুটবলারদের উজ্জীবিত করেন, বজবজের এক ফুটবলারের জার্সিতে অটোগ্রাফ দেন। হাড্ডাহাড্ডি ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন বজবজকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল ফলতা। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন ডায়মন্ড হারবারের সাংসদ।
আরও পড়ুন-ফান | ফেস্টিভ্যাল | ফেলুদা
এমপি কাপের মাধ্যমেই তরুণ প্রতিভাবান ফুটবলার তুলে আনায় জোর দিয়েছেন অভিষেক। তাঁর ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের জন্য খেলোয়াড় তুলে আনার সাপ্লাইলাইন এই এমপি কাপ। একই সঙ্গে গ্ল্যামার, বিনোদনের ছোঁয়াও টুর্নামেন্টকে আকর্ষণীয় করে তুলেছে। এদিন টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠানও ছিল জমকালো। খ্যাতনামা সংগীতশিল্পী জাভেদ আলি ও শিল্পা রাও মঞ্চ মাতিয়ে দেন সংগীত পরিবেশনের মাধ্যমে। ফাইনালের শুরুতে এবং বিরতিতে পারফর্ম করে ডান্স গ্রুপ বিট ব্রেকার্স।