ফুটবল সম্রাট পেলেকে শ্রদ্ধা জানিয়ে শুরু MP Cup-এর সমাপ্তি অনুষ্ঠান

Must read

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছিল এমপি কাপ ২০২২। আর আন্তর্জাতিক মানের সমাপ্তি অনুষ্ঠান দিয়ে শেষ হচ্ছে ডায়মন্ড হারবার MP Cup 2022। আজ, শনিবার, ফুটবল সম্রাট পেলেকে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় সমাপ্তি অনুষ্ঠান। দর্শক ও খেলোয়াড়দের শুভেচ্ছা জানান, ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার সন্ধেয় ডায়মন্ড হারবার এমপি কাপের সমাপ্তি অনুষ্ঠানের সূচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কন্যা আজানিয়াকে সঙ্গে নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন তিনি। শুক্রবার, রাতেই প্রয়াত হন ফুটবল সম্রাট পেলে। অনুষ্ঠানের শুরুতেই তাঁর স্মরণে নীরবতা পালন করা হয়। এরপর খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অভিষেক। এরপর শুরু হয় খেলা। ফাইনাল হচ্ছে বজবজ ও ফলতার মধ্যে।

শুরুর দিন উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সাফ জানান, রাজনীতির ময়দানে বিরোধীদের এক ইঞ্চি জমিও ছাড়া হবে না। তবে, আগামী ২০দিন ডায়মন্ড হারবারে শুধুই ফুটবল। আগামী ২০ দিন কোনও রাজনৈতিক তর্জা নয়, ফুটবল উপভোগ করুন। ফুটবলের লড়াই মাঠে। বাইরে সৌভ্রার্তৃত্ব বজায় রাখতে হবে।

আরও পড়ুন: মোক্ষম খোঁচা দিলেন অভিষেক

অভিষেকের কথায়, ডায়মন্ড হারবারের মানুষ উন্নয়নে আছেন। রাজনীতিতে আছেন। মানুষের পাশে আছেন। আবার ফুটবলেও আছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, দেশের মধ্যে সব ক্ষেত্রেই পথ দেখায় ডায়মন্ড হারবার। কোভিড মোকাবিলা থেকে শুরু করে আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, ত্রাণ বিলি, খাবার পৌঁছনো- সব জায়গায় দৃষ্টান্ত তৈরি করেছে ডায়মন্ড হারবার। তারা যেমন উন্নয়নে আছে, তেমন ফুটবলেও আছে। বিরোধীদের রাজনৈতিক ময়দানে রাজনৈতিকভাবে পর্যদুস্ত করতে তিনি জানেন।

Latest article