মোক্ষম খোঁচা দিলেন অভিষেক

Must read

প্রতিবেদন : বছর শেষে নিজের প্রিয় গানের তালিকা আমজনতাকে জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিভিন্ন শিল্পীদের নাম-সহ তাঁদের গাওয়া গানগুলির তালিকা তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রায় ২৫টি গান রয়েছে সেখানে। এই তালিকায় যেমন অরিজিৎ সিংয়ের কেশারিয়া ও অবশেষে রয়েছে। তেমনই আবার শ্রীলঙ্কার ইয়াহানিও রয়েছেন, যাঁর মানিকে মাগে হিতে গোটা বিশ্বে আলোড়ন ফেলেছিল। রয়েছে ইমন চক্রবর্তী ও রূপঙ্কর বাগচির একলা চলো রে। গায়িকা বিধায়ক অদিতি মুন্সির ও আমার দেশের মাটিও তালিকায় রয়েছে৷ কোনও রাজনৈতিক লাইন না লিখেও এই তালিকা দিয়ে অভিষেক স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, সংগীতের কোনও জাতি-ধর্ম-বর্ণ-আলাদা ভাষা বলে কিছু হয় না। সংগীত নিজেই হল সব ভাষার মা। সংগীত সবার উপরে। বিশ্ববরেণ্য সংগীত শিল্পী ও সুরকার এ আর রহমানের কোট তুলে ধরেছেন। আসলে অকারণে তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারকে হেয় করতে যেভাবে অরিজিৎ সিং-এর কনসার্টের জায়গা বদলকে বাতিল বলে বিতর্ক তৈরি করেছে বিরোধীরা, তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ১৫ ডিসেম্বর নেতাজি ইনডোরে রঙ দে তু মোহে গেরুয়া গাওয়ার জন্যই নাকি ইকো পার্কের অনুষ্ঠান বাতিল হয়েছে। এই হাস্যকর প্রচার নিয়ে একটি শব্দও বলেননি অভিষেক। কিন্তু বৃহস্পতিবার নিজের পছন্দের ‘প্লে লিস্ট’ শেয়ার করে সকলকে বিশেষ করে বিরোধীদের উপযুক্ত জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
শুধু তালিকা দেওয়াই নয় সকলকে এই গানগুলি শোনার কথাও বলেছেন। কারণ, ২০২২ সালে এই গানগুলি তাঁকে সমৃদ্ধ করেছে বলে নিজেই জানিয়েছেন।

আরও পড়ুন-ফের গ্রেফতার সাকেত

Latest article