নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর : আইপিএল নিলামের আগেই ২৩ বছরের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে দাড়ি টানলেন হরভজন সিং (Harbhajan Singh)। শুক্রবার এক ট্যুইটের মাধ্যমে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ৪১৭ টেস্ট উইকেটের মালিক।
ট্যুইটারে ভাজ্জি (Harbhajan Singh) লিখেছেন, ‘‘সব ভাল জিনিসই একদিন শেষ হয়। আজ আমি এমন একটা খেলাকে বিদায় জানাচ্ছি যা আমার জীবনে সব কিছু দিয়েছে। এই লম্বা সফরকে যাঁরা সুন্দর ও স্মরণীয় করে রেখেছেন, তাঁদের প্রত্যেককে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।’’
একই সঙ্গে ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছেন টেস্টে ভারতের প্রথম হ্যাটট্রিককারী। বিদায়ী বার্তায় সেখানে হরভজন বলেছেন, ‘‘ভারতের জার্সি পরে যখনই খেলতে নেমেছি, তার থেকে বড় অনুপ্রেরণা আর ছিল না। কিন্তু সময় আসে যখন কঠিন সিদ্ধান্ত নিতে হয়। হয়তো অনেকদিন আগেই অবসর নিয়েছিলাম। কিন্তু ঘোষণা করতে পারিনি।’’
আরও পড়ুন-Sanat Seth: জীবনের মাঠ থেকে উড়ে গেলেন ‘বাজপাখি’
ভাজ্জি না বললেও জানা যাচ্ছে, কোচিংয়ে আসছেন প্রাক্তন অফস্পিনার। হরভজন জানিয়েছেন, কোচ বা মেন্টর যেভাবেই হোক তিনি ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে চান এবং দলকে সাহায্য করতে চান। ১০৩ টেস্টে ৪১৭ উইকেট নিয়েছেন। ২৩৬ ওয়ান ডে’তে ২৬৯ উইকেট এবং ২৮ টি-২০ আন্তর্জাতিকে ২৫ উইকেট ভাজ্জির ঝুলিতে।
শুরুর দিকে বোলিং অ্যাকশন নিয়ে তদন্তের মুখে পড়তে হয়েছিল হরভজনকে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। তারপর ইডেনে টেস্ট হ্যাটট্রিক। ভারতের প্রথম বোলার হিসেবে কীর্তি। স্টিভ ও’র অস্ট্রেলিয়ার রথ থামিয়ে দিয়েছিল ভারত। লক্ষ্মণ, দ্রাবিড়ের পাশে হরভজনের বোলিংও ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছিল।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…